Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Durgapur

বিশ্ববাংলার ত্রিপল দিয়ে মায়ের শ্রাদ্ধের প্যান্ডেল! দুর্গাপুরে বিপাকে সরকারি কর্মী

বিশ্ববাংলার ত্রিপল দিয়ে তৈরি মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের প্যান্ডেল! নজরে আসতেই দুর্গাপুরে বিপাকে পড়লেন নগরনিগরের এক কর্মীর।

সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেলে বিতর্ক।

সরকারি ত্রিপল দিয়ে প্যান্ডেলে বিতর্ক। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:২১
Share: Save:

বিশ্ববাংলার ত্রিপল দিয়ে তৈরি মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের প্যান্ডেল! নজরে আসতেই দুর্গাপুরে বিপাকে পড়লেন নগরনিগরের এক কর্মীর। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হবে বলে জানানো হয়েছে নগরনিগমের পক্ষ থেকে। যদিও ওই সরকারি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। দায় চাপিয়েছেন ডেকরেটর কর্মীদের ঘাড়ে।

সরকারি সূত্রে খবর, সরকারি ত্রিপল ব্যবহার করার অভিযোগ উঠেছে নগরনিগমের চার নম্বর বোরো অফিসের কর্মী শুভ দত্তের বিরুদ্ধে। সরকারি ত্রিপল কেন ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন তিনি, সেই প্রশ্নের মুখে পড়ে পালাতেও দেখা গেল তাঁকে। যদিও পরে ওই সরকারি কর্মী দাবি করেছেন, ডেকরেটরের লোকেরাই ভুল করেছেন। যদিও এক ডেকরেটর কর্মীর বক্তব্য, শুভই তাঁদের ওই ত্রিপল এনে দিয়েছে।

বিষয়টি দুর্গাপুর নগরনিগম প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কানে গিয়েছে। তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন। অমিতাভের কথায়, ‘‘অত্যন্ত অন্যায় কাজ। তদন্ত হবে।’’

অন্য বিষয়গুলি:

Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE