Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Crime

Bardhaman Nurse Attack: এত নৃশংসতা কেন? বুঝতে চাইছে পুলিশ, রেণুর হাত কেটে ফেলা স্বামীকে রাতভর জেরা

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেও বাবার মুদির দোকান সামলাত শের মহম্মদ। স্ত্রী চাকরি পাওয়ায় কি ঈর্ষা তৈরি হয়েছিল? জানতে চান তদন্তকারীরা।

মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছে শের মহম্মদ।

মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছে শের মহম্মদ। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১১:০৫
Share: Save:

প্রাণে না মেরে স্ত্রীকে মারাত্মক রকমের ‘শাস্তি’ দিতে চেয়েছিল কি! না হলে মুখে বালিশ চাপা দিয়ে টিন কাটার কাঁচি দিয়ে কেউ স্ত্রীর কব্জি কেটে দেয়! কিন্তু কিসের জন্য? শুধুই কি স্ত্রী সরকারি চাকরি পেয়ে সংসার ছেড়ে চলে যেতে পারেন, সেই আশঙ্কায়! না কি অন্য কোনও কারণ রয়েছে? কেন স্ত্রীর প্রতি এতটা ‘নিষ্ঠুর’ হয়ে উঠেছিল সে? মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া শের মহম্মদকে জেরা করে এ সব ব্যাপারেই নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।

শনিবার রাতে কেতুগ্রামের চিনিসপুরে বাসিন্দা শের মহম্মদ স্ত্রী রেণু খাতুনের কব্জি কেটে দেয়। সম্প্রতি সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়েছিলেন রেণু। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্ত্রীকে চাকরি করতে দেবে না বলেই তাঁর কব্জি কেটে দিয়েছে স্বামী। কিন্তু তদন্তকারীরা বিষয়টিকে এতটা ‘সহজ’ ভাবে দেখতে নারাজ। গার্হস্থ্য হিংসার বিভিন্ন উদাহরণের কথা মনে করিয়ে এক তদন্তকারী আধিকারিক বলছেন, এমন নিষ্ঠুর এবং বর্বরোচিত ঘটনা চাকরি জীবনে তিনি আর দু’টি দেখেননি। তদন্তের স্বার্থে তো বটেই, অপরাধতত্ত্বের জায়গা থেকেও এর প্রকৃতিগত কারণের ব্যাখ্যা পেতে তাই উদগ্রীব তাঁরা।

মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছে শের মহম্মদ। তার পর থেকেই তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছে সে। দফায় দফায় জেরা করে তার কাছ থেকে বিভিন্ন কথা বার করে নিতে চাইছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার শের মহম্মদকে আদালতে হাজির করানো হবে। বিচারকের কাছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জিই জানাবে পুলিশ। তার আগে তদন্তকারীদের বেশ কয়েক প্রস্ত জেরার মুখে পড়েছে শের মহম্মদ। তার কাছে কোন কোন বিষয় স্পষ্ট ভাবে জানতে চাইছেন তদন্তকারীরা? দফায় দফায় জিজ্ঞাসাবাদে কী কী প্রশ্ন করা হল তাকে?

শের মহম্মদকে করা যে সব প্রশ্নের কথা তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গিয়েছে—

• কেন স্ত্রীর কব্জি কাটলে?

• তাঁকে কোনও কিছুর ‘শাস্তি’ দিতে চেয়েছিলে?

• কিসের ‘শাস্তি’? খুন করতে চেয়েছিলে?

• হাত কাটার পরিকল্পনা কি আগেই করেছিলে?

• কেন নির্দিষ্ট করে ডান হাতের কব্জি কাটলে?

• স্ত্রী ডানহাতি বলেই কি ছক কষে ওঁর ওই হাতের কব্জি কেটে নিলে? যাতে তিনি আর কোনও কাজ ভাল ভাবে করতে না পারেন?

• প্রেম করে বিয়ে। তার পরেও স্ত্রীর প্রতি এমন নৃশংস আচরণ কেন?

• নিজে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা), তবে কি মহিলাদের চাকরি করা পছন্দ করো না?

• ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকরি পাওনি। চাকরির চেষ্টা করেছ?

• বাবার মুদিখানার দোকান সামলাও। স্ত্রী সরকারি চাকরি পেয়েছেন বলেই কি ঈর্ষা?

• স্ত্রী সরকারি চাকরি পেলে পরিবারে নিজের ‘প্রভাব’ কমে যাবে, এমনটা আশঙ্কা করছিলে?

• স্ত্রী তো অনেক আগে থেকেই বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করেন। তখন চাকরি নিয়ে আপত্তি করোনি কেন?

• স্ত্রী চাকরি পেলে বৈবাহিক সম্পর্ক ভাঙতে পারে। এই আশঙ্কার নির্দিষ্ট কোনও কারণ আছে কি?

• স্বামী-স্ত্রীর সম্পর্কে কি চিড় ধরেছিল?

• সম্প্রতি স্ত্রীর কোনও আচরণ কি খারাপ লাগছিল?

• স্ত্রী ‘বিবাহবহির্ভূত সম্পর্কে’ জড়িয়ে পড়ছেন বলে সন্দেহ করছিলে?

• স্ত্রীর কব্জি কাটতে কারা কারা মদত দিয়েছে?

• আর কারা এই অপরাধে জড়িত?

• স্ত্রীর কব্জি কাটতে যে কাঁচি আর হাতুড়ি ব্যবহার করেছ, সেগুলি পেলে কোথায়?

তদন্তকারীদের ওই অংশের সূত্রে জানা গিয়েছে, রাতভর প্রশ্নকর্তাদের এমন একরাশ প্রশ্নের সামনে পড়ে শের মহম্মদ কিছুটা হলেও বেসামাল। তদন্তকারীদের উদ্দেশ্য তাতে কিছুটা হলেও সুগম হয়েছে। প্রশ্নবাণে বিদ্ধ করতে করতে তাঁরা শের মহম্মদকে বিভ্রান্ত করে সত্যিটা বার করে আনতে চাইছেন। মঙ্গলবার সকালে তাঁর বাবা সিরাজ শেখ এবং মা মেহেরনিকা বিবিকে গ্রেফতার করে পুলিশ। তাদের তিন জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। তবে এ বিষয়ে কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক এখনই কিছু বলতে নারাজ। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেন, ‘‘তদন্ত চলছে। ধৃতদের নিয়মমাফিক জেরা করা হচ্ছে। এর বেশি এখনই কিছু বলা সম্ভব নয়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Crime Nurse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy