ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুরঙ্গে বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।
এক দিন আগেই নেটমাধ্যমে ঘোষণা করেছেন, রাজনীতিতে আর থাকছেন না। তবে রাজনীতিক হিসেবে আহরিত তাঁর অভিজ্ঞতা যে এখনও সুখস্মৃতি হয়েই রয়েছে তা বোঝা গেল প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীর টুইটারে লেখা একটি পোস্টে। রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে স্মৃতি রোমন্থন করলেন বাবুল। লিখলেন, ‘মনে পড়ছে কত বার এই টানেলে হেঁটেছি।’
শনিবারই পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ স্টেশন পর্যন্ত চালু করা হল ইস্ট ওয়েস্ট মেট্রো। যা আগামী দিনে হাওড়া ময়দান পর্যন্ত সম্প্রসারিত হবে। গঙ্গার নীচে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হয়েছে বহু দিন। কেন্দ্রের পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন সেই সুড়ঙ্গ পথে ঘুরেছিলেন বাবুল। শনিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ পর্যন্ত ট্রায়াল রানের খবর জেনে পুরনো স্মৃতি মনে পড়েছে বাবুলের। টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন জাতীয় সংবাদ সংস্থার এক সাংবাদিক। সেই পোস্টটিকেই ট্যাগ করে বাবুল লিখেছেন, ‘অত্যন্ত খুশি এবং গর্ব অনুভব করছি। গঙ্গার নীচের এই সুড়ঙ্গপথে বেশ কয়েক বার হেঁটেছি। তা মনে পড়ছে।’
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছে দীর্ঘ দিন। তবে এত দিন ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালু ছিল। বদলে এখন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাবে। বাবুল টুইটার পোস্টে জানিয়েছেন, ভারতে এই ধরনের মেট্রো প্রকল্প এই প্রথম।
Extremely happy & proud about this Remember walking through long parts of the tunnel under the Ganga River, the first of a kind in our country, a couple of times.. https://t.co/4Z8gbSHBcC
— Babul Supriyo (@SuPriyoBabul) August 1, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy