Advertisement
০২ নভেম্বর ২০২৪

সংরক্ষণ আইনের জন্য বিধানসভার অধিবেশন ৯ই

তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণের মেয়াদ ১০ বছর। নিয়মানুযায়ী সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট আইন পুনর্নবীকরণ দরকার।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৩:৪৮
Share: Save:

সংরক্ষণ সংক্রান্ত কেন্দ্রীয় আইন পাশ করানোর জন্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে আগামী ৯ জানুয়ারি, বৃহস্পতিবার। বিধানসভার কার্যবিধির ১৫ (১) নম্বর ধারা অনুযায়ী স্পিকার তাঁর বিশেষ ক্ষমতাবলে ওই অধিবেশন ডেকে বিজ্ঞপ্তি জারি করেছেন। শুধু ওই কেন্দ্রীয় আইন পাশ করানোর জন্য সে দিন ঘণ্টাদুয়েকের জন্য অধিবেশন বসবে বলে বিধানসভা সূত্রের খবর।

তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণের মেয়াদ ১০ বছর। নিয়মানুযায়ী সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট আইন পুনর্নবীকরণ দরকার। লোকসভা ও রাজ্যসভায় ইতিমধ্যেই সেই কাজ হয়ে গিয়েছে। অন্তত ১৬টি রাজ্যের বিধানসভা থেকেও ওই আইন পাশ করিয়ে আনতে হয়। রাজ্যসভার সচিবালয় থেকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছিল, আগামী ১০ জানুয়ারির মধ্যে বিধানসভায় আইনটি পুনর্নবীকরণ করে পাঠাতে হবে। সেইমতোই বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। সংসদে ওই আইনে সংশোধনী এনে অ্যাংলো-ইন্ডিয়ানদের আইনসভায় সংরক্ষণের আওতার বাইরে রেখেছে বিজেপি সরকার। এই বিষয়ে বিধানসভায় তৃণমূলের সরকার কী অবস্থান নেয়, তা-ই এখন দেখার।

অন্য বিষয়গুলি:

Legislative Assembly SC-ST Resolution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE