করোনা পরিস্থিতিতে এ বার ইদ পালন হবে বিধি-নিষেধ মেনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন ইদের মিলন অনুষ্ঠান বা খাওয়া-দাওয়ার আসর সবই বাড়িতে করার জন্য। জমিয়তে উলামায়ে হিন্দ, জামাত-ই-ইসলামি হিন্দ এবং আরও কিছু মুসলিম ও সামাজিক সংগঠন তার সঙ্গেই এ ইদের নমাজের আগে বক্তব্যের অংশ পরিহার করার জন্য বার আবেদন জানাল। তবে তাদের মতে, ইদের নমাজ বাড়িতে পড়ার বিধান নেই। তাই গ্রাম বা শহরের ময়দানে সামাজিক দূরত্বের বিধি মেনে ছোট ছোট জমায়েত করে নমাজ পড়ার কথা বলেছে তারা। জমিয়তের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য, ‘‘ইদকে ঘিরে কোনও বিশৃঙ্খলা চাই না। মুখ্যমন্ত্রী বলেছেন, অনুষ্ঠান ঘরেই হবে। আমরা বলছি, নিজেদের মধ্যে দূরত্ব রেখেই গ্রামে বা শহরের ইদ ময়দানে নমাজ পড়া যেতে পারে। তবে বিনা বক্তব্যে নমাজ পড়তে বলছি।’’