Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
APDR

স্বাস্থ্য ব্যবস্থায় নাগরিক অধিকার নিয়ে গণ কনভেনশনের ডাক, থাকবেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা

সংগঠনের তরফে যে প্রচারপত্র প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে জুনিয়র ডাক্তার অনিকেত কর, সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী, শুভজিৎ ভট্টাচার্য, কৌশিক চাকী, সিকে জানার।

APDR will hold a Mass convention on civil rights in Health on Saturday

শনিবার ফুলবাগান এলাকায় গণ কনভেনশন করবে এপিডিআর। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২১:২৪
Share: Save:

আরজি কর-কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছে সারা রাজ্য। যে আন্দোলনে জুড়ে গিয়েছিল নাগরিক সমাজের একটি বড় অংশ। সেই প্রেক্ষাপটেই এ বার স্বাস্থ্য ক্ষেত্রে নাগরিক অধিকারের বিষয় নিয়ে গণ কনভেনশন ডাকল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। সংগঠনের পূর্ব কলকাতা শাখা শনিবার ওই গণ কনভেনশন করবে ফুলবাগান এলাকায়।

ওই কনভেনশনে থাকার কথা জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের। সংগঠনের তরফে যে প্রচারপত্র প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে জুনিয়র ডাক্তার অনিকেত কর, সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী, শুভজিৎ ভট্টাচার্য, কৌশিক চাকী, সিকে জানার। নাগরিক আন্দোলন পর্বে হাওড়ার তারাসুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির বক্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। তাঁরও থাকার কথা গণ কনভেনশনে। থাকার কথা মেয়েদের রাত দখলের প্রথম আহ্বান জানানো রিমঝিম সিংহেরও।

আগামী ১৭ নভেম্বর, রবিবার আরজি কর-কাণ্ডের ১০০ দিন। ওই দিনও শহরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম গার্ডেনররিচ নাগরিক পরিষদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ডাকে গণমিছিল।

অন্য বিষয়গুলি:

APDR Mass Convention R G Kar Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy