Advertisement
১৯ জানুয়ারি ২০২৫

ডেঙ্গির শিকার আরও ৩

শীতের পদধ্বনির মধ্যেও ডেঙ্গির এত দাপট কেন এবং তাতে মৃতের তালিকা কেন দীর্ঘায়িত হচ্ছে, এই সব প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৫
Share: Save:

পারদ পতনের খবর মঙ্গলবার শুনিয়েছে হাওয়া অফিস। আর এ দিনই ডেঙ্গিতে তিন জনের মৃত্যু হল কলকাতার তিনটি হাসপাতালে। এই নিয়ে তিন দিনে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল পাঁচ জনের।

এ দিন মৃত তিন জনের অন্যতম সান্ত্বনা বন্দ্যোপাধ্যায় (৫০) পুরসভার স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মী। অন্য দু’জন হলেন ভোলানাথ দাস (২৯) ও সুভাষ সমাদ্দার (৬১)। ডেবরার মাড়তলার বাসিন্দা ভোলানাথবাবু মালদহের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন। তাঁর স্ত্রী সুচিত্রাও ডেঙ্গিতে আক্রান্ত। ভোলানাথবাবুর কাকা ও বাবা মারা গিয়েছেন। তাঁদেরও ডেঙ্গি হয়েছিল। কলকাতা পুরসভার সিইউডি প্রকল্পের কর্মী সান্ত্বনাদেবী ট্যাংরা হাউসিংয়ে থাকতেন। বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গি-তথ্য সংগ্রহ করতেন তিনি। পুরসভার স্বাস্থ্য ক্লিনিকে রক্তপরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। ভর্তি করানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লেনিন সরণির জিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিন সকালে মারা যান তিনি। ব্যারাকপুর-পলতার বাসিন্দা সুভাষবাবু প্রায় ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। স্থানীয় হাসপাতাল থেকে ২৬ নভেম্বর তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দিন সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

শীতের পদধ্বনির মধ্যেও ডেঙ্গির এত দাপট কেন এবং তাতে মৃতের তালিকা কেন দীর্ঘায়িত হচ্ছে, এই সব প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

অন্য বিষয়গুলি:

Dengue Mosquito Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy