নিজস্ব চিত্র
এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধার্থ গুপ্ত জানিয়েছেন, বাম ছাত্র-যুবদের বিক্ষোভে ৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের ৯টি গাড়ির ক্ষতি হয়েছে। ৬টি কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।
এই মিটিং, মিছিলের কোনও যৌক্তিকতা নেই। আদালতের নির্দেশ মেনেই আনিস-কাণ্ডের তদন্ত হচ্ছে, বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।বিক্ষোভের ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন।
বাম নেতা বিমান বসু বললেন, ‘‘আসল লোককে গোপন করে অন্য লোককে গ্রেফতার করা হয়েছে। তখতে থেকে অনেক কথাই বলা যায়।’’
আমাদের কেউ ইট ছোড়েনি, বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়।পুলিশের গাড়িতে থাকা নথি পুড়ে যাওয়ার অভিযোগ।
ঘটনাস্থলে এলেন দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্ত। পুলিশকে লক্ষ্য করে বোতল, ইটবৃষ্টি।এসপি অফিসকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ।
আটক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক বাম নেতা। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ।
বাম ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ। একের পর এক পুলিশ গাড়ি ভাঙচুরের অভিযোগ।
পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ। ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy