Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Amit Shah

শনিবার কলকাতা ছাড়ার আগে অমিতের বৈঠক এনআইএ-র সঙ্গে

রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে এনাইএ-র রিপোর্ট খতিয়ে দেখার কথা অমিতের। তেমন বুঝলে ওই বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সোমনাথ মণ্ডল
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২০:২০
Share: Save:

শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তাঁর বঙ্গসফর শুরু করছেন এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি) আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক দিয়ে। মেদিনীপুরে রওনা হওয়ার আগে তাঁর ওই বৈঠক শুরু হওয়ার কথা সকাল পৌনে ১০টা নাগাদ। ওই বৈঠকে রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে এনাইএ-র রিপোর্ট খতিয়ে দেখার কথা অমিতের। তেমন বুঝলে ওই বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, শুক্রবার রাত ১১.২০ মিনিট নাগাদ বিশেষ বিমানে কলকাতায় নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরে বিজেপি সমর্থকদের প্রবেশে রাশ টানা হয়েছে বলে জানা যাচ্ছে। নির্দিষ্ট কয়েকজনকেই তাঁর ধারেকাছে যেতে দেওয়া হবে। অমিত রাতে থাকবেন নিউটাউন-রাজারহাটের একটি হোটেলে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ এনআইএ-এর এসপি এবং অধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ‘জেএমবি’ এবং ‘ইসলামিক স্টেট’-এর সঙ্গেও তাদের যোগাযোগের প্রমাণ মিলেছে। এ ছাড়াও, গরুপাচার থেকে কয়লা-কাণ্ড নিয়ে রাজ্যে তদন্তে নেমেছে সিবিআই। ওই দুই বিষয়ে বিভিন্ন জায়গায় টানা তল্লাসিও চলছে। সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও নির্দেশ দেন কি না, তার দিকেই নজর থাকবে আধিকারিকদের।

আরও পড়ুন: সোমবার সশরীরে স্পিকার সকাশে শুভেন্দু, শনিবার যোগদান পাকা

আরও পড়ুন: মেদিনীপুর সমাবেশে কৃষক ও তফসিলি উপস্থিতি চান অমিত, তৎপর বিজেপি

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের পাশাপাশি অমিতের শনি এবং রবিবারের রাজ্যসফরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। আগেই এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি দিয়েছে সিআরপিএফ। বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার পর অমিতের নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি করছে কেন্দ্রীয় সরকার। শনিবার মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন অমিত। এনআই-এর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন অমিত। মা সিদ্ধেশ্বরী মন্দির এবং দেবী মহামায়া মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা। রবিবার অমিত বোলপুরে একটি রোড-শো করবেন। সেখান থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতন পরিদর্শন করবেন। বীরভূমের শ্যামবাটিতেতে বাউল পরিবারের সাথে তিনি মধ্যাহ্নভোজন করবেন বলে খবর। গোটা কর্মসূচিতে রাজ্যের তরফে যথাযথ এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Amit Shah NIA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy