মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। ফাইল চিত্র।
তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় সরকারের পোস্টিং দিয়েই ক্ষান্ত হল না স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ফের ডেকে পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা। বৃহস্পতিবার নবান্নে চিঠি পাঠিয়ে রাজ্য প্রশাসনের এই দুই কর্তাকে আজ, শুক্রবার, বিকেল সাড়ে পাঁচটায় নর্থ ব্লকে হাজির হতে বলেছেন তিনি।
নবান্ন অবশ্য এ বারও দুই কর্তার দিল্লি যাত্রা থেকে অব্যাহতি চেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, মুখ্যসচিব তাঁর জবাবি চিঠিতে করোনা সংক্রমণের কথা বলে ভিডিয়ো কনফারেন্স করার প্রস্তাব দিয়েছেন। রাজ্যের চিঠি পেয়ে নতুন করে কোনও বার্তা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নবান্নে আসেনি বলে জানা গিয়েছে। মুখ্যসচিবকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। টেক্সট মেসেজের জবাবও দেননি।
নর্থ ব্লকের সূত্রের খবর, ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলা-সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ১৪ ডিসেম্বর মুখ্যসচিব এবং ডিজি-কে দিল্লি ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সে সময় নবান্ন স্বরাষ্ট্র মন্ত্রককে জানায়, আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। তা
ছাড়া, নড্ডার কনভয়ে হামলা নিয়ে তিনটি এফআইআর হয়েছে, ৭ জন গ্রেফতার হয়েছে। রাজ্য যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ফলে দুই কর্তাকে দিল্লি যাত্রা থেকে অব্যাহতি দেওয়া হোক।
এ বার ভল্লা যে চিঠি দিয়েছেন, তাতে নড্ডার কনভয়ে হামলার ঘটনার উল্লেখ নেই। বলা হয়েছে, রাজ্য সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করতে চান তিনি। রাজ্যও ফিরতি চিঠিতে জানিয়েছে, তাতে আপত্তি নেই। কিন্তু করোনাকালে দিল্লি থেকে আলোচনা করার চেয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক হোক। যেমনটা অসংখ্য বার হয়েছে গত মার্চ থেকে।
রাজ্যের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে, এমন কোনও বার্তা বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি। কেন্দ্র রাজি হলে আজ বিকেলে দু’পক্ষের আলোচনা হতে পারে। আর না-হলে কেন্দ্রের পরবর্তী চিঠির জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই, জানাচ্ছেন নবান্নের কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy