Advertisement
E-Paper

উদ্বোধনের আগে দিঘার জগন্নাথ মন্দিরের ‘ঝলক’ প্রকাশ্যে, ঠিক কখন উদ্বোধন? জানাল তৃণমূল

পুরীর মন্দির চত্বরের মতোই গড়ে তোলা হয়েছে সবটা। থাকছে জগন্নাথের মাসির বাড়িও। সমস্ত কিছু যাতে যথাযথ হয়, তার জন্য প্রশাসনের পদস্থ আমলাদের সঙ্গে পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতির একাধিক বার বৈঠকও হয়েছে।

Jagannath Temple in Digha

দিঘার জগন্নাথ মন্দির। ছবি: এক্স থেকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:২৯
Share
Save

অক্ষয় তৃতীয়ার দিন, আগামী ৩০ এপ্রিল উদ্বোধন হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দিরের। তার আগে সামনে এল মন্দিরের কিছু ছবি। শুক্রবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তৃণমূলের তরফে কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘‘স্থাপত্যের এক বিস্ময় এই মন্দির। দিঘার জগন্নাথ মন্দির আধ্যাত্মিক এবং পর্যটন কেন্দ্র হিসাবে সারা বিশ্বের দর্শনার্থী এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।’’

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথধাম উদ্বোধনের কর্মসূচিকে রাজ্য তো বটেই, জাতীয় এমনকি, আন্তর্জাতিক স্তরেও ‘মেগা ইভেন্ট’-এর রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্ন সভাঘরে সেই সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে প্রশাসক মমতা সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশ দেন। আগেই ঠিক ছিল, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ৩০ এপ্রিল। ২৯ তারিখ হবে যজ্ঞের অনু্ষ্ঠান। সে দিন পাঁচ মন্ত্রী, মুখ্যসচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি আগেভাগে দিঘায় চলে যাবেন। থাকবেন শিল্পপতিরাও। এ বার তৃণমূলের তরফে উদ্বোধনের সময়ও জানানো হল।

সমাজমাধ্যমে শাসকদল জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল দুপুর ৩টে থেকে ৩টে ১০ মিনিটের মধ্যে মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি চান না যে, উদ্বোধনের দিন খুব বেশি ‘ভিআইপি’র ভিড় হোক জগন্নাথ মন্দিরে। তাঁর কথায়, ‘‘সাধারণ মানুষের কাছে যেন মন্দির দর্শন বাধা না-হয়ে দাঁড়ায়।’’ উল্লেখ্য, পুরীর মন্দির চত্বরের মতোই গড়ে তোলা হয়েছে সবটা। থাকছে জগন্নাথের মাসির বাড়িও। সমস্ত কিছু যাতে যথাযথ হয়, তার জন্য প্রশাসনের পদস্থ আমলাদের সঙ্গে পুরীর মন্দিরের রাজেশ দ্বৈতাপতির একাধিক বার বৈঠকও হয়েছে। রথের সময়ে পুরীর মন্দিরের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া হয়। দিঘাতেও তেমনই হবে। সেই সোনার ঝাড়ুর জন্য মমতা নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ৫ লক্ষ ১ টাকা দিচ্ছেন।

সংক্ষেপে
  • এ বার দিঘার মুকুটে নতুন পালক হিসাবে যোগ হচ্ছে জগন্নাথ মন্দির।
  • বুধবার অক্ষয়তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বুধবার সকাল থেকে শুরু হয় হোমযজ্ঞ। বেলা সাড়ে ১২টার মধ্যে জগন্নাথের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয়। তার পর নিজহাতে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। আরতিও করেন।
Digha Jagannath Temple AITC digha Mamata Banerjee

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}