Advertisement
২৪ নভেম্বর ২০২৪

পুলিশের লাঠি চলল বৃত্তিশিক্ষক আন্দোলনে

গত সপ্তাহে পার্শ্ব শিক্ষকেরা তাঁদের স্থায়ীকরণ-সহ বিভিন্ন দাবিতে অনশন ও বিক্ষোভে কর্মসূচি নিয়েছিলেন নদিয়ার কল্যাণীতে। সেই সময় অনশন-মঞ্চে গিয়ে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।

কারিগরি শিক্ষা দফতরের সামনে বিক্ষুব্ধ বৃত্তিশিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি। বুধবার। নিজস্ব চিত্র

কারিগরি শিক্ষা দফতরের সামনে বিক্ষুব্ধ বৃত্তিশিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০১:৩৪
Share: Save:

পথে নেমে শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, শিক্ষকেরা আন্দোলন করলে ছোটরা কী শিখবে? মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর ক্ষোভের পাশাপাশি শিক্ষকদের উপরে পুলিশি আক্রমণের অভিযোগ উঠছে। পার্শ্ব শিক্ষকদের পরে বুধবার বৃত্তিশিক্ষক, প্রশিক্ষকদের আন্দোলনে পুলিশ লাঠি চালিয়েছে অভিযোগ।

গত সপ্তাহে পার্শ্ব শিক্ষকেরা তাঁদের স্থায়ীকরণ-সহ বিভিন্ন দাবিতে অনশন ও বিক্ষোভে কর্মসূচি নিয়েছিলেন নদিয়ার কল্যাণীতে। সেই সময় অনশন-মঞ্চে গিয়ে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। সেই পুলিশি হামলা নিয়ে বিতর্ক শুরু হয় শিক্ষক মহলে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই এ দিন অভিযোগ উঠল, ধর্মতলায় এসএন ব্যানার্জি রোডে কারিগরি শিক্ষা দফতরের সামনে বিক্ষোভকারী বৃত্তিশিক্ষকদের উপরে লাঠি চালিয়েছে পুলিশ।

আন্দোলকারীদের অভিযোগ, তাঁরা এ দিন দুপুরে এসএন ব্যানার্জি রোডে কারিগরি ভবনের সামনে বেতন বৃদ্ধি, বৃত্তিশিক্ষক, প্রশিক্ষকদের স্থায়ী পদ সৃষ্টি-সহ বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ-অবস্থান করেছিলেন। তাঁদের দাবি শুনছিলেন কারিগরি দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু। প্রণব পঞ্চাধ্যায়ী নামে আন্দোলনকারী এক শিক্ষকের অভিযোগ, ‘‘মন্ত্রী আমাদের সুবোধ মল্লিক স্কোয়ারে গিয়ে অবস্থান করতে বলেন। আমরা তাতে রাজি না-হওয়ায় পুলিশ হঠাৎ আমাদের লাঠিপেটা করতে শুরু করে।’’ বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে কয়েক জন শিক্ষক আহত হয়েছেন। আকস্মিক পুলিশি আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। তার পরে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়। তবে পুলিশের বক্তব্য, লাঠি চালানো হয়নি। রাস্তা অবরোধ করায় শুধু সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের।

পুলিশি হামলার নিন্দা করেছেন বিজেপি বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক তথা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়। তিনি বলেন, ‘‘পুলিশ ওই শিক্ষকদের কলার ধরে গাড়িতে তুলেছে। এই অসম্মান মানা যায় না।’’ নিন্দা করেছেন রাজ্য সিটুর নেতারাও। তাঁদের মতে, রাজ্য সরকার কোনও গণতান্ত্রিক আন্দোলনকেই সংগঠিত হতে দিচ্ছে না।

অন্য বিষয়গুলি:

Violence Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy