এক বছর পর ৩ জুন ফের সিঙ্গুর যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র
জঙ্গলমহল সফর শেষ করে ১ জুন কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ঝটিকা সফরে সিঙ্গুরে যাবেন তিনি। আগামী ৩ জুন জোড়া কর্মসূচি নিয়ে সিঙ্গুরে যাবেন মমতা। এমনটাই জানিয়েছেন সিঙ্গুর বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর আন্দোলনের সময় যে বাজেমেলিয়ার মা সন্তোষীর মন্দিরে যেতেন মমতা, সেই মন্দিরেও পুজো দিতে যাবেন তিনি।
ওইদিন বাজেমেলিয়া থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে কামারকুণ্ডু স্টেশনে রেলওয়ে ওভার ব্রিজেরউদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ও রেল মন্ত্রকের যৌথউদ্যোগেওই রেলওয়ে ওভারব্রিজ তৈরি হয়েছে। স্থানীয় বিধায়ক বেচারামের কথায়, ‘‘সিঙ্গুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের হাতেই এই ওভারব্রিজের উদ্বোধন করুন, চান সিঙ্গুরের মানুষ। তাই এলাকাবাসীর দাবি মেনেই মুখ্যমন্ত্রী সিঙ্গুরে আসছেন।’’
পুরুলিয়া ও বাঁকুড়ার মতো সিঙ্গুরে কোনও প্রশাসনিক বা রাজনৈতিক কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। শেষ বার তিনি সিঙ্গুরেগিয়েছিলেন গত বছর বিধানসভা ভোটের প্রচারে। লোকসভা ভোটে সিঙ্গুর বিজেপি-র পক্ষে চলে গেলেও, বিধানসভা ভোটে শেষ হাসি হেসেছিলেন মমতাই। সেই জয়ের এক বছর পর ফের সিঙ্গুরে মমতা আসার খবরে উজ্জীবিত হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের আশা, মুখ্যমন্ত্রী এসে পঞ্চায়েত ভোট নিয়ে কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন। সেই বার্তা শোনার অপেক্ষায় তৃণমূলের নেতা-কর্মীরা। সূত্রের খবর, ওইদিন হুগলি জেলা থেকে নির্বাচিত সব জনপ্রতিনিধিকে বাজেমেলিয়ায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy