অমিত শাহকে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গ্রাফিক: শৌভিক দেবনাথ
বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেড়ে চলা ‘হিংসা’র প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন অমিত শাহ। তার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন ফিরিয়ে দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের শীর্ষ স্তর থেকে এই প্রতিক্রিয়াতেই স্পষ্ট, শাহদের অভিযোগে হাল্কা ভাবে নিচ্ছে না তৃণমূল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে অভিষেক হাতিয়ার করেছেন ন্যাশনাল ক্রাইম রেকর্ড্স ব্যুরোর (এনসিআরবি) পরিসংখ্যানকে। টুইটে রবিবার তৃণমূল যুব সভাপতি বলেছেন, ‘‘২০১৮-র তথ্য অনুযায়ী, বিহারে হিংসা ও রাজনৈতিক হিংসার ঘটনা বাংলার চেয়ে ৩১৫%, ঝাড়খণ্ডে ২৪৫%, মহারাষ্ট্রে ১৯৩%, মধ্যপ্রদেশে ১৮০% এবং গুজরাতে ৫২% বেশি ছিল।’’ বিজেপির দিকে ইঙ্গিত করে অভিষেকের প্রশ্ন, ‘‘২০১৮-য় ওই রাজ্যগুলিতে কোন দল ক্ষমতায় ছিল?’’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য পাল্টা বলেছেন, এনসিআরবি এবং সিসিটিএনএস পোর্টালে বাংলায় অপরাধের তথ্য পাওয়া যায় না। কারণ, বাংলা তথ্যই জানায় না। দিলীপবাবুর বক্তব্য, ‘‘লোকের নজর ঘোরানোর চেষ্টা করে লাভ নেই। নিজেদের কোনও তথ্যই তো দেন না, রেকর্ড পাওয়া যায় না!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy