রাত ১২টায় ফেসবুকে বক্তৃতা করবেন অভিষেক। — ফাইল ছবি।
সোমবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষে রবিবার রাত ১২টায় ফেসবুকে বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটারে অভিষেক লিখেছেন, ‘চলুন, একটু ভেবে দেখি। আমরা এই দেশের বাসিন্দা। আমাদের সংস্কৃতি, উৎসব, পোশাক এবং রীতি সবই ভিন্ন। তবে আমরা ঐক্যবদ্ধ, কী ভাবে? উত্তরটা হল, মাতৃভূমির প্রতি আমাদের টান। দেশের প্রতি এই টানই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে।’
প্রসঙ্গত, ভারতের স্বাধীনতার এই ৭৫ বছর পূর্তিতে দেশ সম্পর্কে নাগরিকরা কী ভাবেন, তা জানতে নেটমাধ্যমে অভিযান শুরু করেছে তৃণমূল। শনিবার থেকে শুরু হয়েছে। চলবে তিন দিন। এই প্রসঙ্গে টুইটারে অভিষেক লিখেছেন, ‘ভারতের প্রতি আমাদের টানই শক্তিশালী করেছে আমাদের। প্রতিশ্রুতি দিচ্ছি, এই পবিত্র সংযোগ আমরা আরও মজবুত করব। আমরা চাই, ভারতবাসী এই নিয়ে তাঁদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন। এই দেশের সঙ্গে কী জুড়ে রেখেছে আপনাদের?’’
It is OUR CONNECTION to India that strengthens us.
— Abhishek Banerjee (@abhishekaitc) August 14, 2022
This SACRED CONNECTION, we promise to uphold!
Today, we encourage the people of India to share their ideas.
What connects you to our great nation? #MyIdeaForIndiaAt75
(2/2)
তৃণমূলের এই অভিযান নিয়ে টুইটারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমরা, ভারতবাসী। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক, রীতি ভিন্ন। তবু আমরা এক। দেশের প্রতি আমাদের ভালোবাসা বেঁধে রেখেছে আমাদের। ভারতের প্রতি আমাদের টান ঐক্যবদ্ধ করেছে আমাদের। ভারতের ৭৫ বছর স্বাধীনতা পূর্তিতে মাতৃভূমির প্রতি আমাদের টানটা বাড়িয়ে তুলি। শপথ নিই, এই মাতৃভূমিকে রক্ষা করব। আমি আপনাদের এই নিয়ে নিজেদের মত জানানো আমন্ত্রণ জানাই। কী ভাবে নিজের এই মহান দেশের সঙ্গে সংযোগ রক্ষা করেন আপনি?’
WE, the people of INDIA.
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2022
OUR cultures, traditions, languages, attires, and customs vary.
Yet, WE are ONE.
OUR love for the nation binds us.
OUR sacred CONNECTION to India unites us.
(1/2)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy