মুকুল রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র।
মুকুল রায়কে তৃণমূলে স্বাগত জানিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর সেই টুইটে মুকুলের সদ্য-প্রাক্তন দল বিজেপি-র পদের কথাও উল্লেখ করেছেন।
টুইটারে অভিষেক লিখেছেন, ‘তৃণমূল পরিবারে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিজেপি-তে তাঁর অনেক লড়াইয়ের প্রতি সহমর্মিতা জানাই। তাঁকে আশ্বস্ত করছি, সমস্ত ভারতবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে একটা দল হিসেবে আমরা কাজ করব।’
I'm happy to welcome Shri Mukul Roy, National Vice-President of @BJP4India into the @AITCofficial family. We empathize with his many struggles in BJP & assure him that we'll work together as a team to ensure the brightest future for all Indians under @MamataOfficial's leadership. pic.twitter.com/b1Rv0tmy0v
— Abhishek Banerjee (@abhishekaitc) June 11, 2021
প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলে মুকুলের যোগদানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও বাক্য শুরুই করেছিলেন এই বলে যে, ‘‘বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তৃণমূল যোগ দিচ্ছেন।’’ এর পরই তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়, মুকুলকে দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হতে পারে। ঘটনাচক্রে, তৃণমূল ছেড়ে যাওয়ার আগে মুকুল যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন, গত সপ্তাহেই সেই দায়িত্বে পেয়েছেন অভিষেক। এই পরিস্থিতিতে অভিষেকের টুইটের সূচনাতেও মুকুলের বিজেপি-র পদের উল্লেখ ‘ইঙ্গিতবাহী’ বলেই মনে করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy