অভিষেক বলেন, ‘‘আগামী ২ মাসে ডায়মন্ড হারবার কোনও রাজনৈতিক সমাবেশ করা যাবে না।’’
আগামী দুই মাস কোনও নির্বাচন হওয়া উচিত নয়, এমনটাই ব্যক্তিগত ভাবে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠক করেন সাংসদ অভিষেক। তার পর বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে আগামী দু’মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মত।’’
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘২ জানুয়ারির রাজ্য কোভিড বুলেটিন অনুযায়ী, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল প্রায় ২৪ শতাংশ। কিন্তু শুক্রবারের বুলেটিন অনুযায়ী সংক্রমণের হার কমে হয়েছে ৯.৫ শতাংশ। সংক্রমণের হার ৫ শতাংশের কম হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আগামী ২ মাসে ডায়মন্ড হারবার কোনও রাজনৈতিক সমাবেশ করা যাবে না। করা যাবে না কোনও পুজো বা ধর্মীয় সমাবেশও। করোনা পরিস্থিতির মোকাবিলা করতে প্রতিটি ওয়ার্ড এবং পঞ্চায়েত একটি করে কন্ট্রোল রুম খোলা হবে।’’
ডায়মন্ড হারবারের যে এলাকাগুলিতে সংক্রমণের হার বেশি, সেখানে বাড়িতে নিভৃতবাসে (হোম আইসোলেশন) থাকা যাবে না। আক্রান্ত মানুষদের সরাসরি বিচ্ছিন্নবাস কেন্দ্রে (আইসোলেশন সেন্টার) পাঠানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি করোনা আবহে সেল্ফ টেস্ট কিট ব্যবহারে জোর দিতে হবে বলেও উল্লেখ করেন অভিষেক।
অভিষেক বলেন, ‘‘ডায়মন্ড হারবারের বাজারগুলিতে ক্রেতা-বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই দু’টি করে মাস্ক পরে থাকা আবশ্যিক। এই নিয়ে ৭ দিন সচেতনতা অভিযান চালানো হবে।’’ তবে মানুষ এরপরেও না শুনলে কড়া ব্যবস্থা নেওয়ার নিদান দেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy