ষাটের দশকে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি সুব্রতর। শিয়ালদহের বঙ্গবাসী কলেজে পড়াশোনার করার সময় কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি। সেই সূত্রেই ঘনিষ্ঠতা বাংলার রাজনীতির আর এক দামাল চরিত্র প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে। সত্তরের দশকে বাংলার ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছিল ‘প্রিয়-সুব্রত’ জুটি। এ জুটির সঙ্গেই উচ্চারিত হত সোমেন মিত্রে নামও।
সত্তরের দশকেই রাজনীতিতে বার বার শিরোনামে আসেন সুব্রত। ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রথম বার ভোটে দাঁড়িয়েই জয় ছিনিয়ে নেন। সে সময় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সভাপতিও হয়েছিলেন সুব্রত। ’৭২-এ ফের বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়। সে জয়ের পর তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্যও হন সুব্রত। বাংলার সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার সে নজির আজও ভাঙা হয়নি কোনও রাজনীতিকের।
জয়ের পাশাপাশি হারের মুখও দেখেছেন। ১৯৭৭ সালের ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের সময় হেরে যান সুব্রতও। পরে দলবদল করে যোগ দেন সে সময়কার তরুণ তুর্কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। সালটা ছিল ২০০০। সে বছরই কলকাতার পুরভোটে কংগ্রেসের বিধায়ক পদ ধরে রেখেই ৮৭ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়ান। জিতে কলকাতার মেয়র হন তিনি। ২০০১ সালে ফের বিধায়ক হয়েছিলেন সুব্রত, তৃণমূলের টিকিটে লড়ে। ২০০৪ সালে লোকসভা ভোটে হেরে যান কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রের লড়াইতে।
তৃণমূলের সঙ্গে সুব্রতর সম্পর্ক সব সময় যে মধুর ছিল, তা বলা যাবে না। ২০০৫ সালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের জেরে তৃণমূল ছেড়ে পৃথক মঞ্চ গড়েন সুব্রত। এক সময় কংগ্রেসেও ফিরে গিয়েছিলেন। তবে প্রত্যাবর্তনও করেছিলেন তৃণমূলে। ২০০৮ সালে কংগ্রেসে থাকাকালীন সিঙ্গুরে মমতার ধর্নামঞ্চে যোগ দিয়ে অনেককেই চমকে দেন তিনি। এর বছর দুয়েক পর ২০১০-এ কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফেরেন। আমৃত্যু সে দলেই ছিলেন সুব্রত।
রাজনীতির আপাতগম্ভীর পরিসরে থাকলেও বেজায় মজার মানুষ ছিলেন সুব্রত। কঠিন পরিস্থিতিতেও মজা করে উত্তর দিতেন তিনি। ‘মুশকিলআসান’ সুব্রত বহু জটিল পরিস্থিতিও অনেক সহজ করে দিতেন। এমনই মত তাঁর ঘনিষ্ঠ মহলের। ভোজনরসিক হিসাবেও কম নামডাক ছিল না। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মৌরলা মাছ খেতে দারুণ ভালবাসতেন সুব্রত’দা।’’ ফুটবলপ্রিয় সুব্রত আগাগোড়াই ছিলেন মোহনবাগানের কট্টর সমর্থক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy