Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৪
Corona

কোভিডের ছোবলে প্রাণ হারালেন হাওড়ার চিকিৎসক প্রশান্ত মুখোপাধ্যায়

কিডনির অসুখে ভুগছিলেন প্রশান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়ি ফিরে আসার কিছুদিন পর হঠাৎ করোনার উপসর্গ দেখা দেয়।

প্রশান্ত মুখোপাধ্যায়।

প্রশান্ত মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২১:০০
Share: Save:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় হাওড়ায় প্রাণ হারালেন এক চিকিৎসক। সোমবার মৃত্যু হয় প্রশান্ত মুখোপাধ্যায় নামে ওই রোগ বিশেষজ্ঞের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮।

প্রশান্তর পরিবার সূত্রে জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন প্রশান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়ি ফিরে আসার কিছুদিন পর হঠাৎ করোনার উপসর্গ দেখা দেয়। দেখা দেয় শ্বাসকষ্টও। গত ১৫ এপ্রিল তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর করোনা ধরা পড়ে। আইসিইউতে ভর্তি ছিলেন প্রশান্ত। বেশ কিছু দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার তাঁকে মানতে হল সোমবার।

প্রশান্তর পরিবারের সদস্য এবং তাঁর সঙ্গে যারা কাজ করতেন তাঁদেরকে আপাতত হোম কোয়রান্টিনে রাখা হয়েছে। প্রশান্তর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Corona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE