ফাইল চিত্র।
শান্তির বার্তা দিয়েও বুধবার ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোলের রেড ক্রস ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনা। যার ফলে মানবিক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
রামপুরহাট-কাণ্ড
রামপুরহাট-কাণ্ডে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। আজ সেই তালিকায় কারা থাকেন সে দিকে নজর থাকবে। এ ছাড়া আলোচনায় থাকবে বগটুই গ্রামের পরিস্থিতির দিকে।
স্কুল পোশাক মামলা হাই কোর্টে
স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ ওই মামলাটির শুনানি হতে পারে উচ্চ আদালতে।
ধর্ষণ-কাণ্ডের শুনানি
মাটিয়া ও ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণের ঘটনায় জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে শুনানি হতে পারে।
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। আজ তার উপর বিতর্ক শুরু হবে পাক পার্লামেন্টে।
দুই কেন্দ্রের উপনির্বাচন
আজ আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত খবরাখবরের দিকে নজর থাকবে। রাজনৈতিক দলগুলির প্রচার ছাড়াও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের তৎপরতার দিকেও নজর থাকবে।
আইপিএল
আজ আইপিএলে লখনউ বনাম চেন্নাইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy