Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Mamata Banerjee

News of the day: সুপ্রিম কোর্টে নন্দীগ্রাম মামলা, শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, আজ নজরে আর কী

কেন সব পুরসভায় ভোট নয়? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। আজ সেই মামলার শুনানি রয়েছে উচ্চ আদালত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৬:৩৪
Share: Save:

আজ, সোমবার নন্দীগ্রাম ভোট গণনা মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাই কোর্টের উপর অনাস্থা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আবেদন ছিল, পশ্চিমবঙ্গ ব্যতীত যে কোনও রাজ্যে ওই মামলা সরানো হোক। আজ দেখার বিরোধী দলনেতার ওই আবেদনে সাড়া দেয় কি না আদালত।

আজ থেকে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। রবিবার বিজেপি সংসদীয় কমিটির বৈঠক হয়েছে। আজ বিরোধীদের নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস। সেই বৈঠকে তৃণমূল থাকবে না আগেই জানিয়েছে। এ বারের বৈঠকে কৃষক আন্দোলন মূল বিষয় হয়ে উঠতে পারে। আগেই তিন কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এখন আরও কয়েকটি দাবি নিয়ে সরব হয়েছে কৃষক সংগঠনগুলি। ফলে আজ প্রথম দিনের বৈঠকে কী হয় নজর থাকবে সে দিকেও।

কলকাতা পুরভোটের নির্ঘণ্ট জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ। কিন্তু ওই ভোটে আইনি জট এখনও কাটেনি। কেন সব পুরসভায় ভোট নয়? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। আজ সেই মামলার শুনানি রয়েছে উচ্চ আদালত। ফলে সেখানে কী হয় আজ তা দেখার।

স্কুলে গ্ৰুপ-ডি নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে প্রাথমিক তদন্তের ভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন যায় রাজ্য। গত শুনানিতে ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের উপর তিন সপ্তাহের স্থগিতাদেশ জারি করে। আজ ওই মামলাটি ফের ওঠার কথা বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। ফলে আজ উচ্চ আদালতে কী হয় তা দেখার।

টানা চার দিন ধরে রাজ্যে দৈনিক আক্রান্ত ৭০০-র উপর। রবিবার আরও কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। কলকাতায় এ দিন ২০০-র নীচে নামলেও বাড়ল উত্তর ২৪ পরগনায় ও দার্জিলিঙে। সংক্রমণের হারও বেড়ে দু’শতাংশ ছাড়াল। বাড়ল মৃত্যুও। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৫ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১৯৮। উত্তর ২৪ পরগনায় কিছুটা বেড়ে হয়েছে ১৩০। জেলাভিত্তিক তালিকায় তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৬২), হুগলি (৬০), হাওড়া (৫৬)। উত্তরবঙ্গের দার্জিলিঙে বিগত কয়েক দিন দৈনিক সংক্রমণ নিম্নমুখী ছিল। রবিবার তা আবার বেড়ে হল ২৮। ফলে আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

এ ছাড়া আজ নজর থাকবে কলকাতা পুরভোট, প্রার্থিদের মনোনয়ন, তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক, কানপুরে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের শেষ দিন, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিন ও আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy