Advertisement
০৫ নভেম্বর ২০২৪

সভায় হানা, ধৃত ২ তৃণমূল নেতা

সভায় ‘আমরা আক্রান্ত’-র সদস্যদের উপরে হামলার অভিযোগে সোমবার গ্রেফতার করা হল ডায়মন্ড হারবারের দুই তৃণমূল নেতাকে। এ দিনই আদালত থেকে জামিনে ছাড়া পান ওই দু’জন। ‘আমরা আক্রান্ত’-র সদস্যদের পাঁচ জনের বিরুদ্ধে আবার তৃণমূলের তরফে মারধরের অভিযোগ ছিল থানায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে ওই সভায় কটূক্তি করা হয় বলে শাসক দলের অভিযোগ। যার প্রতিবাদে এ দিন বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০১:৪৫
Share: Save:

সভায় ‘আমরা আক্রান্ত’-র সদস্যদের উপরে হামলার অভিযোগে সোমবার গ্রেফতার করা হল ডায়মন্ড হারবারের দুই তৃণমূল নেতাকে। এ দিনই আদালত থেকে জামিনে ছাড়া পান ওই দু’জন। ‘আমরা আক্রান্ত’-র সদস্যদের পাঁচ জনের বিরুদ্ধে আবার তৃণমূলের তরফে মারধরের অভিযোগ ছিল থানায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে ওই সভায় কটূক্তি করা হয় বলে শাসক দলের অভিযোগ। যার প্রতিবাদে এ দিন বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল।

রাজ্যে সাম্প্রতিক সময়ে শাসক দলের হাতে ‘আক্রান্ত’ বলে দাবি করে কিছু মানুষ গড়ে তুলেছেন ‘আমরা আক্রান্ত’ নামে সংগঠনটি। শনিবার ডায়মন্ড হারবারে তাদের সভায় হাজির ছিলেন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী, প্রদীপ মুখোপাধ্যায় প্রমুখ। সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করা হয় বলে অভিযোগ তৃণমূলের। দলের কয়েক জন নেতা-কর্মী মঞ্চে মাইকের তার ছিঁড়ে সংগঠনের সদস্যদের ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। যদিও ওই সংগঠনের সদস্যদের অভিযোগ ছিল, স্থানীয় একটি বেআইনি নির্মাণে তৃণমূল নেতার নাম জড়িয়েছে। মঞ্চ থেকে সে প্রসঙ্গে কথা বলেই শাসক দলের আক্রমণের নিশানা হতে হয়েছে।

তৃণমূলের যুব নেতা অমিত সাহা ও আইএনটিটিইউসি নেতা মিন্টু তিওয়ারি-সহ সাত-আট জনের বিরুদ্ধে মারধর, হামলার অভিযোগ করেন অম্বিকেশবাবুরা। দোষীদের গ্রেফতার ও কড়া শাস্তির দাবিতে রবিবার তাঁরা জেলা পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন। সোমবার সকালে অমিত ও মিন্টুকে ডায়মন্ড হারবার থেকেই গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর, বেআইনি জমায়েত-সহ কয়েকটি ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও পুলিশের তরফে মামলা লঘু করে দেখাতে চাওয়া হয়েছে বলে অভিযোগ অম্বিকেশবাবুর। তৃণমূল বিধায়ক দীপক হালদার বলেন, “মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই সভা থেকে কটূক্তি করা হচ্ছিল। স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ করেন। অমিত-মিন্টুরা তাঁদের থামাতে যান।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE