Advertisement
E-Paper

তৃণমূল কর্মী গ্রেফতার নরেন্দ্রপুরে, বাড়ি থেকে উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি

পুলিশ সূত্রে খবর, ধৃত অনুপের বাড়ি খেয়াদহের রণভুতিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে স্থানীয়দের নানা অভিযোগ রয়েছে। তোলা আদায় থেকে সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল অনুপের বিরুদ্ধে।

Arrested Anup Pailan and Seized Arms

(বাঁ দিকে) ধৃত অনুপ পৈলান। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:৩৫
Share
Save

গভীর রাতে পুলিশের তল্লাশি অভিযানে গ্রেফতার হলেন তৃণমূলের এক কর্মী। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, ধৃত অনুপ পৈলান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

পুলিশ সূত্রে খবর, ধৃত অনুপের বাড়ি খেয়াদহের রণভুতিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে স্থানীয়দের নানা অভিযোগ রয়েছে। অনুপ তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের।ওই যুবকের বিরুদ্ধে তোলা আদায় থেকে সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। তা ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক থানায় নানা সমাজবিরোধী কাজকর্লাপের অভিযোগ রয়েছে। এর মধ্যে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ গোপন সূত্রে খবর পান, অনুপ নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখেন। বুধবার রাতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অনুপের বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড কার্তুজ। পুলিশ মনে করছে, ওই সব অস্ত্র নিয়ে এলাকায় হুমকি দিয়ে নানা অপরাধমূলক কাজ করতেন অভিযুক্ত।

স্থানীয়েরা জানাচ্ছেন, ধৃতের বিরুদ্ধে আগে থেকে নানা অভিযোগ করে আসছেন তাঁরা। অনুপের বিরুদ্ধে খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকটি শিশু আহত হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে নানা তথ্য জানার চেষ্টা চলছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করাচ্ছে। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে খবর। অনুপকে জেরা করে অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ এবং তাঁর সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়েরা জানাচ্ছেন, অনুপের জন্য এলাকার তাঁরা সন্ত্রস্ত ছিলেন। তাঁর যেন যথোপযুক্ত শাস্তি হয়। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানা তাঁরা। অন্য দিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন আইন আইনের পথে চলবে। অভিযুক্তের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই।

arrest Arms Recovery Narendrapur South 24 Pargana Crime

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}