গভীর রাতে পুলিশের তল্লাশি অভিযানে গ্রেফতার হলেন তৃণমূলের এক কর্মী। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, ধৃত অনুপ পৈলান এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় নেতৃত্বের।
পুলিশ সূত্রে খবর, ধৃত অনুপের বাড়ি খেয়াদহের রণভুতিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে স্থানীয়দের নানা অভিযোগ রয়েছে। অনুপ তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের।ওই যুবকের বিরুদ্ধে তোলা আদায় থেকে সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। তা ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক থানায় নানা সমাজবিরোধী কাজকর্লাপের অভিযোগ রয়েছে। এর মধ্যে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ গোপন সূত্রে খবর পান, অনুপ নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখেন। বুধবার রাতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অনুপের বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড কার্তুজ। পুলিশ মনে করছে, ওই সব অস্ত্র নিয়ে এলাকায় হুমকি দিয়ে নানা অপরাধমূলক কাজ করতেন অভিযুক্ত।
স্থানীয়েরা জানাচ্ছেন, ধৃতের বিরুদ্ধে আগে থেকে নানা অভিযোগ করে আসছেন তাঁরা। অনুপের বিরুদ্ধে খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকটি শিশু আহত হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে নানা তথ্য জানার চেষ্টা চলছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করাচ্ছে। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে খবর। অনুপকে জেরা করে অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ এবং তাঁর সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয়েরা জানাচ্ছেন, অনুপের জন্য এলাকার তাঁরা সন্ত্রস্ত ছিলেন। তাঁর যেন যথোপযুক্ত শাস্তি হয়। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানা তাঁরা। অন্য দিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন আইন আইনের পথে চলবে। অভিযুক্তের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই।