স্ত্রী পরকীয়া করে বাড়ি ছেড়েছেন। সংসার পেতেছেন প্রেমিকের সঙ্গে। সেই আক্রোশে স্ত্রীর ‘প্রেমিকের’ বাড়িতে হানা দিলেন স্বামী। স্ত্রীকে কুপিয়ে খুন করে সেই ছুরিই নিজের পেটে ঢুকিয়ে দিলেন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, গোপালনগরের বাসিন্দা শুকদেব বিশ্বাসের সঙ্গে দীপু মিস্ত্রির বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। দম্পতির এক সন্তান রয়েছে। তবে সম্প্রতি রতন মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় দীপুর। তিনি স্বামী-সন্তান ছেড়ে সেই প্রেমিকের বাড়িতে চলে যান। পল্লা হরিশপুর এলাকায় থাকতেন দু’জনে। এ নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হত পরিবারে। আগে বেশ কয়েক বার স্ত্রীকে রতনের বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করেন শুকদেব। কিন্তু দীপু রাজি হননি।
সোমবার সন্ধ্যায় পল্লা হরিশপুর এলাকায় রতনের বাড়িতে যান শুকদেব। তখন রতনের বাড়িতে বসে টিভি দেখছিলেন দীপু। অভিযোগ, সেই সময় স্ত্রীকে পিছন থেকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন শুকদেব। তার পর নিজের পেটেই সেই ছুরি ঢোকালেন তিনি।
আরও পড়ুন:
রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা দীপুকে মৃত বলে ঘোষণা করেন। শুকদেবের শারীরিক অবস্থা গুরুতর। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়েরা জানাচ্ছেন, প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার পেতেছিলেন দীপু। স্ত্রীর ‘নতুন সংসার’ মানতে পারেননি স্বামী। মাঝেমধ্যেই তাঁদের অশান্তি হত। বেশ কয়েক বার শুকদেব রতনের বাড়িতে যান স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে। প্রতি বার ফিরিয়ে দেন দীপু। সেই রোষে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন যুবক। অন্য দিকে, রতনের খোঁজ মেলেনি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।