Advertisement
০২ নভেম্বর ২০২৪
Volleyball

ভলিবলে সেরা উত্তর ২৪ পরগনা

প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে রবিবার রাতে উত্তর ২৪ পরগনা ৩-১ সেটে হারিয়েছে হাওড়াকে। ওই দুই দলই পরবর্তী ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

তিন দিনের ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়েছিল শ্যামনগরের আতপুর সম্মিলনী ক্লাবের মাঠে।

তিন দিনের ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়েছিল শ্যামনগরের আতপুর সম্মিলনী ক্লাবের মাঠে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শ্যামনগর শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০০:৩৪
Share: Save:

রাজ্য সিনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ জ়োন থেকে কোয়ালিফাই করল উত্তর ২৪ পরগনা ও হাওড়া। তিন দিনের ওই ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়েছিল শ্যামনগরের আতপুর সম্মিলনী ক্লাবের মাঠে। অংশগ্রহণ করেছিল উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলা দল।

প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে রবিবার রাতে উত্তর ২৪ পরগনা ৩-১ সেটে হারিয়েছে হাওড়াকে। ওই দুই দলই পরবর্তী ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। গত তিন দিন ধরে চলছিল এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি টিম একে অপরের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলেছে। বেশ কয়েকটি ম্যাচ পঞ্চম সেট অবধি গড়িয়েছে। সেগুলির ফয়সালা হয়েছে খুবই সামান্য পয়েন্টের পার্থক্যে। এই প্রতিযোগিতাকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অন্য বিষয়গুলি:

Volleyball sports competition shyamnagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE