Advertisement
০৫ নভেম্বর ২০২৪

প্রাতিষ্ঠানিক প্রসব কম কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

নার্সিংহোমগুলিকে তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিটি প্রসবের তথ্য সরকারের কাছে পাঠাতে। এই জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার কেন রাজ্যের অন্য প্রান্তের তুলনায় কম, তার জবাবদিহিও চান জেলাশাসকের কাছে।

নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০২:৪১
Share: Save:

দক্ষিণ ২৪ পরগনায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নার্সিংহোমগুলিকে তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিটি প্রসবের তথ্য সরকারের কাছে পাঠাতে। এই জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার কেন রাজ্যের অন্য প্রান্তের তুলনায় কম, তার জবাবদিহিও চান জেলাশাসকের কাছে।

জেলাশাসক ওয়াই রত্নাকর রাও জানিয়েছেন, রাজ্যের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও জেলায় এই হার গত এক বছরে ৭৭ শতাংশ থেকে ১ শতাংশ বেড়ে ৮৮ শতাংশ হয়েছে। রাজ্যে গড় হার ৯২ শতাংশ। সেই স্তরে যাতে পৌঁছনো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়াতে স্বাস্থ্য দফতর থেকে ইতিমধ্যেই মাদার্স হাব চালু করা হয়েছে। হাসপাতালের একটি নির্দিষ্ট অংশে কয়েকটি শয্যা সম্ভাব্য প্রসবের জন্য সংরক্ষিতও করে রাখা হচ্ছে। কিন্তু নদীনালার জেলায় মূল সমস্যা হয়ে দাঁড়ায় জোয়ার-ভাটা। স্বাস্থ্যকর্তাদের দাবি, অনুদান, ওষুধ বা অন্যান্য সাহায্য দেওয়ার পরেও অনেকেই দুর্গম এলাকা পেরিয়ে হাসপাতাল পর্যন্ত না এসে প্রাচীন ঘরোয়া পদ্ধতিতেই প্রসব করান।

বস্তুত, গোটা রাজ্যে বাড়িতে দাই-আয়াদের হাতে প্রসব না করিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বার বার প্রচার করছে রাজ্য। এ জন্য নানা ধরনের সুযোগ-সুবিধাও চালু আছে প্রসূতিদের জন্য।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE