পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের নতুনপল্লি এলাকায়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সুপর্ণা হালদার (৪০)। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই সুপর্ণা এবং তাঁর স্বামী কমল হালদারের মধ্যে বিবাদ লেগে থাকত। অশান্তির কারণে সুপর্ণা মাঝেমাঝে বাপেরবাড়ি চলে যেতেন। আবার ফিরে আসতেন তিনি। শুক্রবার রাতে পাড়ার কালীপুজোর বিসর্জন দেখতে যেতে চেয়েছিলেন সুপর্ণা। কিন্তু তাঁকে যেতে বাধা দেন কমল। কিন্তু জোর করে সুপর্ণা যেতে চাইলে তাঁর মাথায় হাতুড়ি মেরে কমল খুন করে বলে অভিযোগ।
আরও পড়ুন:
-
৬০০ কলেজ, পড়ুয়া প্রতি ৫ হাজার! কার পকেটে টাকা, জানতে ইডির তলব ‘মানিক-ঘনিষ্ঠ’ তাপসকে
-
শনিবার সকাল থেকে কলকাতার ‘হাওয়া’ গরম! নন্দনে অ‘চঞ্চল’ ভিড়
-
২৪ বছরের দাম্পত্য ভেঙে স্ত্রীর সঙ্গে ভাইয়ের বিয়ে দিলেন শান্তিপুরের প্রৌঢ়! বললেন, ভাল থাকুক
-
বিকেলের মুখে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি হাওড়া- খড়্গপুর শাখায়, দেরিতে চলছে একাধিক ট্রেন
নিহতের ছেলে সোমনাথ হালদার (১৫) থানায় বাবার বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ দায়ের করেন। ধৃতের বিরুদ্ধে খুন, বধূ নির্যাতন-সহ নানা ধারায় অভিযোগ এনে মামলা রুজু করেছে পুলিশ। পলাতক কমলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সোমনাথ হালদার বলেন, ‘‘বাবা-মায়ের মধ্যে প্রায়শই ঝগড়া হত। শুক্রবার রাতে মা পাড়ার বিসর্জন দেখতে যাবে বলছিল। এই শুনেই বাবা বড় হাতুড়ি দিয়ে মেরে মাকে খুন করে। এর পর পালিয়ে যায়।’’
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাকবুল হাসান বলেন, ‘‘খুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’’