Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Bangladesh Situation

‘অচেনা জাহাজ দেখলেই খবর দেবেন’, বাংলাদেশ পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা ফ্রেজ়ারগঞ্জে

শনিবার সকাল থেকে ফ্রেজ়ারগঞ্জে মাইকিং চলছে। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। কোনও অচেনা জলযান দেখলেই প্রশাসনে খবর দিতে বলা হয়েছে তাঁদের।

ফ্রেজ়ারগঞ্জে নজরদারি চলছে উপকূলরক্ষী বাহিনীর।

ফ্রেজ়ারগঞ্জে নজরদারি চলছে উপকূলরক্ষী বাহিনীর। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ফ্রেজারগঞ্জ শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ০৯:১৫
Share: Save:

বাংলাদেশ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উপকূলেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে সতর্ক করছে স্থানীয় প্রশাসন। অচেনা বা সন্দেহজনক কোনও জলযান দেখলেই খবর দিতে হবে পুলিশকে। সব সময় সঙ্গে রাখতে হবে আসল পরিচয়পত্র। শনিবার সকালে এ ভাবেই সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজ়ারগঞ্জে। মৎস্যজীবীদের সঙ্গে আলাদা করে কথা বলছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকেরা। চলছে মাইকিং।

মূলত দু’টি বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে ফ্রেজ়ারগঞ্জে। এক, সকলের কাছে পরিচয়পত্র এবং মাছ ধরা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের আসল কপি রাখতে হবে। দুই, সমুদ্রে বেরিয়ে কোথাও অচেনা বা সন্দেহজনক জাহাজ দেখলে প্রশাসনকে খবর দিতে হবে। নিজে থেকে কাউকে সাহায্য করতে এগিয়ে গেলে মৎস্যজীবীরা বিপদে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন আধিকারিকেরা। মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর বৈঠকে এই বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

এত দিন সমুদ্রে দলবদ্ধ ভাবে মাছ ধরতে গেলে মৎস্যজীবীরা অনেকে নথিপত্রের নকল কপি সঙ্গে রাখতেন। অথবা, দলের কারও কারও সঙ্গে নথিপত্র থাকলে বাকিরা কোনও কাগজ সঙ্গে রাখতেন না। সে ক্ষেত্রে তাঁরা ছাড় পেয়ে যেতেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সে সব মেনে নেওয়া হবে না বলে জানান আধিকারিকেরা। এক আধিকারিকের কথায়, ‘‘প্রত্যেককে আসল কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সকলের কাগজ লাগবে। এক জনের কাছে কাগজ থাকলে বাকিরা কাগজ ছাড়া যাচ্ছেন, সেটা হবে না। কোথাও সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই আমাদের বা পুলিশকে জানাবেন। পরিচয়পত্র সঙ্গে নিতে হবে সকলকে।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতের জলসীমা পেরিয়ে কেউ ঢুকতে চাইলে বা আপনাদের কাছে অনুরোধ করলে পুলিশকে জানাবেন। না হলে আপনারাও সমস্যায় পড়ে যেতে পারেন।’’

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে কিছু দিন অরাজক পরিস্থিতি চলেছে। বৃহস্পতিবার রাতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলছে বলে খবর এসেছে। সীমান্তে তাই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মধ্যেও সেই সতর্কতা দেখা গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE