Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

বাড়িতে ঢুকে লুঠপাট চালিয়ে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পশ্চিম চাংদানা গ্রামে। বাড়ির মালিক আকবর আলি মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ি বন্ধ করে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তিনি। পাশেই তাঁর বাবা মোছা মোল্লা থাকেন।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০০:৫০
Share: Save:

লুঠপাটের পরে বাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

বাড়িতে ঢুকে লুঠপাট চালিয়ে আগুন লাগিয়ে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পশ্চিম চাংদানা গ্রামে। বাড়ির মালিক আকবর আলি মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ি বন্ধ করে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তিনি। পাশেই তাঁর বাবা মোছা মোল্লা থাকেন। তাঁকে বলে গিয়েছিলেন লক্ষ্য রাখতে। রাত ১টার পরে বাবাও ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে দুষ্কৃতীরা তাঁর বাড়ি থেকে আলমারি ভেঙে নগদ বেশ কয়েক হাজার টাকা, অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে। বলে তাঁর অভিযোগ। আগুনে পুড়েছে আলমারি। মোছা বলেন, ‘‘ঈদের জন্য বাড়িতে নগদ টাকা এসেছে বলে নিশ্চয়ই জানত দুষ্কৃতীরা। পরিকল্পনা করেই হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কেন ওই দুষ্কৃতীরা লুঠ করার পরেও আগুন লাগিয়ে গেল, তা বোঝা যাচ্ছে না। বাড়ির গাছ কেটে আগুন। জমিজমা নিয়ে পুরনো বিবাদের জেরে বাড়ির গাছ কেটে রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল গোপালনগরের বেলঘরিয়া গ্রামে। শুক্রবার ওই গ্রামের বাসিন্দা কাঙালি মাতব্বর বনগাঁ আদালতে অভিযোগ করেন, প্রতিবেশা প্রিয়লাল সরকার ও রঞ্জিত মজুমদারের বাড়ির লোকজন এসে তাঁদের তিনটি নারকেল গাছ ও একটি মেহেগনি গাছ কেটে নিয়েছে। বাধা দিতে গেলে তাঁর বাড়ির রান্নাঘরে আগুন দেওয়া হয়। এ বিষয়ে যদিও প্রিয়লালবাবু ও রঞ্জিতবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

ছাত্রের মৃত্যু হাসনাবাদে

নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ

অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুল ছাত্রের। শুক্রবার দুপুরে হাসনাবাদের চালতাবেড়িয়া গ্রামের ঘটনা। মৃত ছাত্রের নাম বিশু সর্দার (১৪)। প্রাথমিক তদন্তে পুলিশ কর্তাদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত ছেলেটি। ময়না-তদন্তের জন্য দেহ বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বিশুকে রেখে মাঠে কাজে গিয়েছিল তার বাবা-মা। বাড়িতে আর কেউ ছিলেন না। টেবিল ফ্যান চালিয়ে ভাত খেতে বসেছিল বিশু। বেলা ২টো নাগাদ মাঠ থেকে ফিরে অনেক ডাকাডাকি করেও ছেলের কোনও সাড়া পাননি বাবা-মা। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ভাতের থালার উপর মুখ থুবড়ে পড়ে রয়েছে সে। খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। দেখা যায়, তার মুখের একটা অংশ ঝলসে গিয়েছে।

বটানি অনার্স চালু ফকিরচাঁদ কলেজে

ডায়মন্ড হারবার মহকুমার কোনও কলেজে এত দিন বটানি অনার্স পড়ানো হত না। ফকিরচাঁদ কলেজে এ বার শুরু হয় এই বিষয়ের পঠনপাঠন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এই শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে এই বিষয়ের পড়াশোনা। কলেজ সূত্রে জানা গিয়েছে, আপাতত ২০টি আসনে এই বিষয়টি চালু করার অনুমতি মিলেছে। একজন পার্ট টাইম শিক্ষক ও দু’জন পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। কলেজের অধ্যক্ষ সুবীরেশ ভট্টাচার্য নিজেও বটানির অধ্যাপক। বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি বলেন, ‘‘দু’জন অধ্যাপক আছেন বলে কোনও অসুবিধা হবে না। আমিও ক্লাস নিতে পারব।’’

গাইঘাটায় হাট

গ্রামীণ হাটের উদ্বোধন করা হল গাইঘাটা থানার শিমুলপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওই শিমুলপুর হাটটির উদ্বোধন করেন। প্রশাসন সূত্রে খবর, ভবন নির্মাণে ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই আপাতত ওই হাটে বিক্রিবাটা করছেন। মন্ত্রী বলেন, “কর্মতীর্থ প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি ব্লকে এমন হাট তৈরি হবে। এ দিন জেলার হিঙ্গলগঞ্জেও একটি হাটের উদ্বোধন হয়েছে।” মন্ত্রী জানান, চাষিদের কাছ থেকে সরাসরি ফসল এনে বিক্রি হবে।

হেলেদুলে যাতায়াত। বর্ষায় বনগাঁর চাকদহ রোডের দশা। —নিজস্ব চিত্র।

শুরু হয়ে গিয়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা।

উত্তর ২৪ পরগনার কার্তিকপুরে সুদীপ ঘোষের তোলা ছবি।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy