Advertisement
০২ নভেম্বর ২০২৪

পথে প্রতিবাদী

বোতলে মদ বানিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল কিছু যুবক। চুক চুক করে চুমুকও দেওয়া চলছিল। দেখতে পেয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয় কিছু মহিলা। উল্টে, তাঁদেরই পাঁচ কথা শুনিয়ে দেয় মদ্যপেরা।

নারিশক্তি: বন্ধ করা হচ্ছে মদের দোকান। মঙ্গলবার বনগাঁয় ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক।

নারিশক্তি: বন্ধ করা হচ্ছে মদের দোকান। মঙ্গলবার বনগাঁয় ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক।

সীমান্ত মৈত্র
বনগাঁ শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ১৩:৪৫
Share: Save:

বোতলে মদ বানিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল কিছু যুবক। চুক চুক করে চুমুকও দেওয়া চলছিল। দেখতে পেয়ে প্রতিবাদ করেছিলেন স্থানীয় কিছু মহিলা। উল্টে, তাঁদেরই পাঁচ কথা শুনিয়ে দেয় মদ্যপেরা।

এরপরেই এককাট্টা হন মেয়ে-বৌরা। এলাকার মদের দোকানের ঝাঁপ ফেলে রাস্তা অবরোধ করেন তাঁরা। মঙ্গলবার বেলা সা়ড়ে ১২টা নাগাদ বনগাঁর জেলেখানা মোড়ের কাছে বনগাঁ-চাকদহ রাজ্য সড়কে যার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহিলাদের একটা দাবি, স্থানীয় তরুণ প্রজন্মের স্বার্থেই মদের দোকান খুলতে দেবেন না তাঁরা। হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রায় আধ ঘণ্টা রাস্তা আটকে রাখেন তাঁরা। পরে বনগাঁ থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলেন। বনগাঁ থানায় গিয়ে আইসি সতীনাথ চট্টরাজের সঙ্গে দেখা করেন মহিলারা। স্মারকলিপি দেন। এলাকায় মদের দোকানটি পুরোপুরি বন্ধের দাবি তোলেন।

আইসি জানিয়েছেন, দোকানটি আইনি কাগজপত্র নিয়েই চলছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ করবেন বলেও আশ্বাস দিয়েছেন সতীনাথবাবু।

রিনিতা সাহা রায়, তাপসী গঙ্গোপাধ্যায়, মিঠু দেবনাথ, মায়া দে-রা জানান, মদের দোকানের জন্যই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পরে বাইরে থেকে যুবকেরা এসে মদ কিনে অলিগলিতে দাঁড়িয়ে খাচ্ছে। মদ নিয়ে হই হুল্লোড় করতে করতে পাড়ার রাস্তা দিয়ে যাতায়াত করছে। গালিগালাজ ছুড়ে দিচ্ছে। অন্ধকার নামলেই পাড়ার মেয়ে-বৌরা রাস্তাঘাটে চলতে ফিরতে স্বচ্ছন্দ বোধ করছেন না।

পুলিশ কর্তার আশ্বাস, ওই দোকানের ফলে এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

Liquor Shop Drunk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE