Advertisement
২১ জানুয়ারি ২০২৫
fishing trawler

তীরে ফেরার সময় ডুবল তরী, কাকদ্বীপে এক টন ইলিশ নিয়ে সমুদ্রে তলিয়ে গেল ট্রলার

গত ৩০ জুলাই কাকদ্বীপের অক্ষয়নগর এলাকা থেকে ‘প্রসেনজিৎ’ নামে ওই ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ ধরতে রওনা দিয়েছিল। ফেরার সময় ডুবে যায় ট্রলারটি।

A trawler sunk in sea near Kakdwip

A trawler sunk in sea near Kakdwip প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৫:২৯
Share: Save:

নিম্নচাপের জেরে সমুদ্রের পরিস্থিতি খারাপ হতে পারে। রেডিয়োয় সতর্কবার্তা পেয়ে তীরে ফিরছিল ইলিশ বোঝাই ট্রলার। কিন্তু তা তীরে ভেড়ার আগেই তলার অংশ ফেটে গিয়ে সমুদ্রে ডুবে গেল সেই ট্রলার। অবশ্য ওই ট্রলারের ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই কাকদ্বীপের অক্ষয়নগর এলাকা থেকে ‘প্রসেনজিৎ’ নামে ওই ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ ধরতে রওনা দিয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সোমবার ফিরে আসছিল ট্রলারটি। সেই সময় কাকদ্বীপের বাঘেরচর এলাকার কাছে ওই ট্রলারের পাটাতন ফেটে গিয়ে জল ঢুকতে থাকে হু হু করে। এর পর আশপাশে থাকা অন্যান্য ট্রলারগুলি বিপদগ্রস্ত ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। ডুবে যাওয়া ওই ট্রলারটিকে উদ্ধার করতে রওনা দেন মৎস্যজীবীরা।

এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বিজন মাইতি বলেন, ‘‘কাকদ্বীপের অক্ষয়নগরের ‘প্রসেনজিৎ’ নামে একটি ট্রলার তীরে ফিরছিল। কিন্তু উপকূল থেকে তারা যখন ১২-১৩ কিলোমিটার দূরে তখন ট্রলারের তলার অংশ ফেটে যায়। ট্রলারে জল ঢুকতে থাকে। মৎস্যজীবীদের আলোর সঙ্কেত পেয়ে ১৮ জনকে উদ্ধার করেন আশপাশের ট্রলারের সওয়ারিরা। ওই মৎস্যজীবীরা সকলেই সুস্থ আছেন। ডুবে যাওয়া ওই ট্রলারে প্রায় এক টন ইলিশ ছিল।’’

অন্য বিষয়গুলি:

fishing trawler Bay Of Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy