Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Shraddha Kapoor Apartment

ভাড়াবাড়ি ছেড়ে মুম্বইয়ের অভিজাত পাড়ায় নিজের ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কপূর! দাম কত? কী কী থাকছে?

যে শ্রদ্ধার ব্যাঙ্ক ব্যালান্সের ‘স্বাস্থ্যে’র উন্নতি হয়েছে তার প্রমাণ ওই ফ্ল্যাট। দক্ষিণ মুম্বইয়ে অম্বানীদের জামাতা আনন্দ পিরামলদের একটি আবাসন সম্প্রতি তারকাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সেই আবাসনেই শ্রদ্ধা একটি ১০৪৩ বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনেছেন।

শ্রদ্ধা কপূর।

শ্রদ্ধা কপূর। ছবি : থ্রেডস

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:২১
Share: Save:

মুম্বইয়ের অভিজাত পাড়ায় কয়েক কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’ ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। এমনকি, শাহরুখ খানের জওয়ানকেও টেক্কা দিয়েছে লাভের অঙ্কে। অন্য দিকে, তাঁর নিজস্ব গয়নার সংস্থাও চলছে রমরমিয়ে। বিদেশি ওয়েবসিরিজে সেই সংস্থার তৈরি গয়না পরেওছেন হলিউডের অভিনেতা-অভিনেত্রী। তাতে যে শ্রদ্ধার ব্যাঙ্ক ব্যালান্সের ‘স্বাস্থ্যে’র ভালই উন্নতি হয়েছে তার প্রমাণ ওই ফ্ল্যাট।

আবাসনের মূল অংশ। ছাদে রয়েছে ডেক এবং ইনফিনিটি পুল।

আবাসনের মূল অংশ। ছাদে রয়েছে ডেক এবং ইনফিনিটি পুল। ছবি: সংগৃহীত।

দক্ষিণ মুম্বইয়ে অম্বানীদের জামাতা আনন্দ পিরামলদের একটি আবাসন সম্প্রতি তারকাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সেই আবাসনেই শ্রদ্ধা একটি ১০৪৩ বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে জমি-বাড়ি বেচা কেনার সংস্থা জ্যাপকি সূত্রে খবর। সেখান থেকেই জানা যাচ্ছে বাড়িটি শ্রদ্ধা কিনেছেন তাঁর বাবা অভিনেতা শক্তি কপূর এবং তাঁর নিজের নামে।

বারান্দায় সূর্যাস্ত।

বারান্দায় সূর্যাস্ত। ছবি: সংগৃহীত।

দক্ষিণ মুম্বইয়ের ওই বিলাসবহুল আবাসনের নাম পিরামল মহলক্ষ্মী টাওয়ার্স। শ্রদ্ধার ফ্ল্যাটটি আবাসনের দক্ষিণের টাওয়ারে যেখানে সামনে খানিকটা সবুজালি পেরিয়ে দেখা যায় সমুদ্র এবং মুম্বইয়ের সীমারেখা।

৬৬ তলা টাওয়ার। প্রতিটি ফ্ল্যাটেই রয়েছে দু’টি করে বারান্দা।

৬৬ তলা টাওয়ার। প্রতিটি ফ্ল্যাটেই রয়েছে দু’টি করে বারান্দা। ছবি: সংগৃহীত।

পিরামল মহালক্ষ্মী টাওয়ার্সের একটি টাওয়ার বা আবাস মিনার ৬৬ তলা। শ্রদ্ধার ফ্ল্যাটটি দক্ষিণ মিনারের কোন তলায়, তা অবশ্য ওই সংস্থার অ্যাপ থেকে জানা যায়নি। তবে পিরামল মহালক্ষ্মীর ওয়েবসাইট থেকে টাওয়ারগুলির ভিতরের ফ্ল্যাটের বিভিন্ন ছবি এবং সুযোগ সুবিধার কথা জানা গিয়েছে।

সর্বোচ্চ তিনটি শয়নকক্ষ রয়েছে এক একটি ফ্ল্যাটে।

সর্বোচ্চ তিনটি শয়নকক্ষ রয়েছে এক একটি ফ্ল্যাটে। ছবি: সংগৃহীত।

ওই আবাসনে টুবিএইচকে এবং থ্রিবিএইচকে— দু’ধরনের ফ্ল্যাটই রয়েছে। তবে শ্রদ্ধা কোনটি কিনেছেন, তা জ্যাপকিতে জানানো হয়নি। শুধু বলা আছে ১০৪৩ বর্গফুটের ফ্ল্যাটটি প্রতি বর্গফুটের দাম ৫৯ হাজার ৮৭৫ টাকা। সেই হিসাবে শ্রদ্ধার ফ্ল্যাটের দাম পড়া উচিত প্রায় ৭ কোটি টাকার কাছাকাছি।

কাচে ঘেরা বড় দেওয়াল থেকে দেখা যায় আরব সাগর।

কাচে ঘেরা বড় দেওয়াল থেকে দেখা যায় আরব সাগর। ছবি: সংগৃহীত।

পিরামল মহালক্ষ্মীর ওয়েবসাইটে দেওয়া ফ্ল্যাটের বিভিন্ন ঘরের সাজ সজ্জার ছবি দেওয়া রয়েছে। তাতে দেখা যাচ্ছে দক্ষিণ মুম্বইয়ের ওই আবাসনের প্রায় প্রতিটি দেওয়াল জুড়েই বড় কাচের জানলা। যার ও পারে দেখা যাচ্ছে খোলা আকাশ এবং সবুজের মাঝে আরব সাগরের দৃশ্য। এমনকি, কাচের জানলা ঘেরা স্নানঘর থেকেও তা দৃশ্যমান।

স্নানঘরের ছবিও পাওয়া গিয়েছে পিরামল মহালক্ষ্মীর ওয়েবসাইট থেকে।

স্নানঘরের ছবিও পাওয়া গিয়েছে পিরামল মহালক্ষ্মীর ওয়েবসাইট থেকে। ছবি: সংগৃহীত।

এ ছাড়া পিরামল মহালক্ষ্মীর ওয়েবসাইটে দেখা যাচ্ছে আবাসনের ৬৬ তলায় রয়েছে বিশেষ ডেক, পাশে ইনফিনিটি পুল, ছোটদের পুল, পার্ক, খেলার জায়গা।

শ্রদ্ধা কপূরের আবাসনে রয়েছে গ্রন্থাগারও।

শ্রদ্ধা কপূরের আবাসনে রয়েছে গ্রন্থাগারও। ছবি: সংগৃহীত।

এছাড়া আবাসনের সঙ্গে রয়েছে ক্রিকেট খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট, স্পা, ইনডোর গেমস ক্লাব, জিম, গ্রন্থাগার, সিনেমা দেখার বা মনোরঞ্জনের জন্য অ্যাক্টিভিটি রুম এবং জগিংয়ের পার্কও।

বাড়িটি শ্রদ্ধা কিনেছেন তাঁর বাবা অভিনেতা শক্তি কপূর এবং তাঁর নিজের নামে।

বাড়িটি শ্রদ্ধা কিনেছেন তাঁর বাবা অভিনেতা শক্তি কপূর এবং তাঁর নিজের নামে। ছবি: সংগৃহীত।

শ্রদ্ধা এর আগে থাকতে জুহুর একটি অ্যাপার্টমেন্টে। তবে সেটি তাঁর নিজের ছিল না। প্রতি মাসে ৬ লক্ষ টাকা ভাড়া দিতেন শ্রদ্ধা ওই অ্যাপার্টমেন্টটির জন্য। গত অক্টোবরে জুহুতেই আরও একটি প্রায় ৪০০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তিনি। যেটির ভাড়া বছরে ৭২ লক্ষ টাকা। তবে এ বার ভাড়াবাড়ি ছেড়ে নিজের অ্যাপার্টমেন্টই কিনে নিলেন শ্রদ্ধা।

অন্য বিষয়গুলি:

Shraddha Kapoor Mumbai Apartment Mumbai Luxury Apartment Stree 2
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy