এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৪:৫১
অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছে কংগ্রেস, পুরভোটের ফলাফলে প্রতিক্রিয়া অধীরের
পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বড় উৎসব। তাকে সন্ত্রাসে পরিণত করেছে রাজ্যের শাসক দল। এই ভোটেও সন্ত্রাসের হাত থেকে বাংলা রেহাই পায়নি বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনী ফলাফল ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়া, ‘‘মুর্শিদাবাদের বহরমপুর সহ অন্যান্য পুরসভায় সকালে প্রথম অর্ধে অবাধ ভোট হবার ফলেই কংগ্রেস কয়েকটি আসন পেয়েছে। এই জয় অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের মতো।’’ একই সঙ্গে অধীরের দাবি, রাজ্যে অবাধ ভোট হলে কংগ্রেস আশাতীত ভাল ফল করত। বাকি রাজ্যের নির্বাচনের উদাহরণ তুলে ধরে তিনি রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন।
পুরভোটে বীরভূম-সহ রাজ্যের ১০৮ পুরভোটে তৃণমূলের জয়জয়কারে মমতার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন, ‘‘এই জয়ের যাবতীয় কৃতিত্ব মমতার।’’ তার পর ভোটের ফল নিয়ে বিজেপি কটাক্ষ করেন মমতার স্নেহের কেষ্ট। পরভোটে কেন বিজেপি ধরাশায়ী হল, এই প্রশ্ন করা হলে অনুব্রতের প্রতিক্রিয়া, ‘‘পাতাখোর, নেশাখোর দিয়ে ভোট হয়?’’ তিনি যোগ করেন, ‘‘প্রত্যেক পঞ্চায়েতে জয়জকার হবে তৃণমূলের। যদি সিপিএম, কংগ্রেস মনোনয়ন দিতে পারে তাহলে কেন বিজেপি মনোনয়ন দিতে পারল না?’’ তৃণমূল নেতার সংযুক্তি, ‘‘পাতাখোর, নেশাখোর দিয়ে ভোট হয় না। তবুও তো সিপিএম ভোট পেয়েছে সব জায়গায়। সিপিএম কিন্তু সব জায়গায় মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের কিছু সংগঠন আছে। সিপিএম দলটা তো নরেন্দ্র মোদীদের মতো মিথ্যাবাদীদের দল নয়।’’ এর পর কংগ্রেসকে বিঁধে বলেন, ‘‘তিনটে মাত্র আসন পেয়েছে কংগ্রেস ওটা কি পাওা হল? যে অধীরের দুর্দান্ত দাপট ছিল বহরমপুরে তা আর কোথায় থাকল! সব জায়গা এখন মমতাময়।’’
Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৩:২৬
‘মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা, দায়িত্ব, দায়বদ্ধতা আরও বাড়ল’, টুইট মমতার
Heart-felt gratitude to Ma-Mati-Manush for according yet another overwhelming mandate to us. Congratulations to the winning candidates of All India Trinamool Congress in the Municipal Elections. (1/2)
২,২৭৪ ওয়ার্ডের মধ্যে প্রায় ৩ শতাংশ আসনে জয় বামেদের
রাজ্যে মোট ২২৭৪টি ওয়ার্ডে পুর নির্বাচন হয়েছিল। তার মধ্যে সব মিলিয়ে বামেরা জিতেছে ৬৪টি ওয়ার্ড, অর্থাৎ প্রায় ৩ শতাংশ আসনে জয়। এর মধ্যে তাহেরপুর পুরসভা এ বারও দখলে রেখেছে বামেরা।
তাহেরপুর- ৮টি ওয়ার্ডে জয়ী
কালনা- ১টি ওয়ার্ডে জয়ী
জঙ্গিপুর- ৩টি ওয়ার্ডে জয়ী
শ্রীরামপুর- ১টি ওয়ার্ডে জয়ী
উত্তরপাড়া- ৩টি ওয়ার্ডে জয়ী
সোনামুখি- ৫টি ওয়ার্ডে জয়ী
বারাসত- ৩টি ওয়ার্ডে জয়ী
রাজপুর-সোনারপুর- ১টি ওয়ার্ডে জয়ী
বসিরহাট- ২টি ওয়ার্ডে জয়ী
হাবড়া- ১টি ওয়ার্ডে জয়ী
জয়নগর-মজিলপুর- ১টি ওয়ার্ডে জয়ী
খড়্গপুর- ২টি ওয়ার্ডে জয়ী
ঝাড়গ্রাম- ২টি ওয়ার্ডে জয়ী
তমলুক- ১টি ওয়ার্ডে জয়ী
রামপুরহাট- ১টি ওয়ার্ডে জয়ী
বাঁশবেড়িয়া- ১টি ওয়ার্ডে জয়ী
গোবরডাঙা- ১টি ওয়ার্ডে জয়ী
কোচবিহার- ২টি ওয়ার্ডে জয়ী
নিউব্যারাকপুর- ১টি ওয়ার্ডে জয়ী
বাদুড়িয়া- ১টি ওয়ার্ডে জয়ী
বেলডাঙা- ৩টি ওয়ার্ডে জয়ী
মধ্যমগ্রাম- ৪টি ওয়ার্ডে জয়ী
ইসলামপুর-১টি ওয়ার্ডে জয়ী
গোবরডাঙা-১টি ওয়ার্ডে জয়ী
বালুরঘাট- ২টি ওয়ার্ডে জয়ী
উলুবেড়িয়া - ১টি ওয়ার্ডে জয়ী
অশোকনগর - ২টি ওয়ার্ডে জয়ী
মেদিনীপুর শহর- ৩টি ওয়ার্ডে জয়ী
ইংরেজবাজার- ২টি ওয়ার্ডে জয়ী
উত্তর দমদম- ১টি ওয়ার্ডে জয়ী
বৈদ্যবাটি- ২টি ওয়ার্ডে জয়ী
গারুলিয়া -১টি ওয়ার্ডে জয়ী
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:৫৩
তৃণমূলের দখলে মুর্শিদাবাদের বীরনগর পুরসভা
মুর্শিদাবাদের বীরনগর পুরসভায় মোট আসন ১৪টি। তার মধ্যে তৃণমূল ১০টি ওয়ার্ডে জয়ী, বিজেপি ২টি ওয়ার্ড ও নির্দল ২টি ওয়ার্ডে জয় পেয়েছে।
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:৩৮
গঙ্গারামপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল
গঙ্গারামপুর পুরসভায় মোট আসন ১৮টি। তার মধ্যে তৃণমূল একাই জিতেছে সবক’টি আসন। বিরোধীরা শূন্য।
১ নম্বর ওয়ার্ড, তৃণমূল- জ্যোৎস্না সরকার- ৭৫২
২ নম্বর ওয়ার্ড, তৃণমূল- দীপা দাস(সরকার)- ১,২৫৪
৩ নম্বর ওয়ার্ড, তৃণমূল- অমলেন্দু ভূষণ সরকার- ১,১০৪
৪ নম্বর ওয়ার্ড, তৃণমূল- মানিক রায়- ১,১৭৯
৫ নম্বর ওয়ার্ড, তৃণমূল- লক্ষ্মী হালদার দেববর্মন- ৪৩৫
৬ নম্বর ওয়ার্ড, তৃণমূল- অতনু রায়- ৮৩৫
৭ নম্বর ওয়ার্ড, তৃণমূল- প্রশান্ত মিত্র- ১,৫৭৯
৮ নম্বর ওয়ার্ড, তৃণমূল- আশুতোষ ধর- ১,৩৬১
৯ নম্বর ওয়ার্ড, তৃণমূল- অর্চনা সরকার- ৬৭৮
১০ নম্বর ওয়ার্ড, তৃণমূল- রিতা চক্রবর্তী- ১,৫২৮
১১ নম্বর ওয়ার্ড, তৃণমূল- সুজাতা মন্ডল সরকার- ৬৬২
১২ নম্বর ওয়ার্ড, তৃণমূল- রাকেশ পন্ডিত- ৮৮৬
১৩ নম্বর ওয়ার্ড, তৃণমূল- পাপড়ি কর্মকার সাহা- ৮৩২
১৪ নম্বর ওয়ার্ড, তৃণমূল- মুক্তি চৌধুরী-৯৫৩
১৫ নম্বর ওয়ার্ড, তৃণমূল- জয়ন্ত কুমার দাস- ৬৮১
১৬ নম্বর ওয়ার্ড, তৃণমূল- শুভদ্রা রাজবংশি- ১,১২৯
১৭ নম্বর ওয়ার্ড, তৃণমূল- সুভাষ কুন্ডু- ৭১২
১৮ নম্বর ওয়ার্ড, তৃণমূল- বিশ্বজিৎ মুর্মু- ৯৪৮
Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:৩২
‘‘পরের চ্যালেঞ্জ পঞ্চায়েত’’, বললেন জুন মালিয়া
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:২২
খড়গপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল
তৃণমূল – ২০টি ওয়ার্ড, নির্দল -১টি, কংগ্রেস - ৬টি, বিজেপি -৬ ও বামেরা - ২টি ওয়ার্ডে জয়লাভ করেছে।
কোথায়, কোন দল জয়ী
১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম
৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৪ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআই
৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল
৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১১ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
১২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৪ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
১৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
১৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২২ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
২৩ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
২৪ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
২৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
২৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৩০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৩১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
৩২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
৩৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:১৩
উত্তরপাড়া-কোতরং পুরসভাও তৃণমূলের দখলে
উত্তরপাড়া-কোতরং পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে ১৭টি ওয়ার্ড। সিপিএম প্রার্থীরা জিতেছেন ৩, ৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে। কংগ্রেস প্রার্থী জিতেছেন ২৪ নম্বর ওয়ার্ডে এবং ৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী।
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:১০
ইংরেজবাজারে ঘাসফুল ঝড়
মালদহের ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি জিতল তৃণমূল। তিনটি বিজেপি এবং একটি ওয়ার্ড জিতেছেন নির্দল প্রার্থী।
শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:০৯
হুগলির কোন্নগর পুরসভা দখল করল তৃণমূল
কোন্নগর পুরসভায় মোট ওয়ার্ড ২০টি। তার মধ্যে একা তৃণমূল জিতেছে ১৭টি ওয়ার্ডে, সিপিএম প্রার্থী জিতেছেন ৭ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থী ও ২০ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী।
খড়গপুরের ৩৫টি আসনের মধ্যে তৃণমূল একাই জয়ী ২০টি আসনে। কংগ্রেস ও বিজেপি পেয়েছে ৬টি করে ওয়ার্ড। বামেরা পেয়েছে ২টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থী জিতেছেন একটি ওয়ার্ডে। এই লোকসভা কেন্দ্র থেকেই জিতেছেন বিজেপি-র কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।