Advertisement
০৫ নভেম্বর ২০২৪
WB Municipal Election

Municipal Elections 2022 Results: ‘অভাবনীয় ফলের জন্য অভিনন্দন, আসুন শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করি’, টুইট মমতার

মূল ঘটনা

১৪:৫১ সর্বশেষ
অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছে কংগ্রেস, পুরভোটের ফলাফলে প্রতিক্রিয়া অধীরের
১৪:৩১
‘পাতাখোর, নেশাখোর দিয়ে ভোট হয়?’ বিজেপিকে কটাক্ষ, সিপিএমের প্রশংসা কেষ্টর গলায়
১৩:২৬
‘মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা, দায়িত্ব, দায়বদ্ধতা আরও বাড়ল’, টুইট মমতার
১৩:০৫
২,২৭৪ ওয়ার্ডের মধ্যে প্রায় ৩ শতাংশ আসনে জয় বামেদের
১২:৫৩
তৃণমূলের দখলে মুর্শিদাবাদের বীরনগর পুরসভা
১২:৩৮
গঙ্গারামপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল
১২:৩২
‘‘পরের চ্যালেঞ্জ পঞ্চায়েত’’, বললেন জুন মালিয়া
১২:২২
খড়গপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল
১২:১৩
উত্তরপাড়া-কোতরং পুরসভাও তৃণমূলের দখলে
১২:০৭
চুঁচুড়া পুরসভায় সবক’টি ওয়ার্ড তৃণমূলের দখলে
রাজ্য জুড়ে তৃণমূল ঝড়

রাজ্য জুড়ে তৃণমূল ঝড় ছবি— পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ০৯:৩১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৪:৫১ key status

অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছে কংগ্রেস, পুরভোটের ফলাফলে প্রতিক্রিয়া অধীরের

পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বড় উৎসব। তাকে সন্ত্রাসে পরিণত করেছে রাজ্যের শাসক দল। এই ভোটেও সন্ত্রাসের হাত থেকে বাংলা রেহাই পায়নি বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনী  ফলাফল ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়া, ‘‘মুর্শিদাবাদের বহরমপুর সহ অন্যান্য পুরসভায় সকালে প্রথম অর্ধে অবাধ ভোট হবার ফলেই কংগ্রেস কয়েকটি আসন পেয়েছে। এই জয় অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের মতো।’’ একই সঙ্গে অধীরের দাবি, রাজ্যে অবাধ ভোট হলে কংগ্রেস আশাতীত ভাল ফল করত। বাকি রাজ্যের নির্বাচনের উদাহরণ তুলে ধরে তিনি রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৪:৩১ key status

‘পাতাখোর, নেশাখোর দিয়ে ভোট হয়?’ বিজেপিকে কটাক্ষ, সিপিএমের প্রশংসা কেষ্টর গলায়

সিপিএমের প্রশংসা, বিজেপি ও কংগ্রেসকে কটাক্ষ করলেন অনুব্রত

সিপিএমের প্রশংসা, বিজেপি ও কংগ্রেসকে কটাক্ষ করলেন অনুব্রত ফাইল চিত্র।

পুরভোটে বীরভূম-সহ রাজ্যের ১০৮ পুরভোটে তৃণমূলের জয়জয়কারে মমতার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন, ‘‘এই জয়ের যাবতীয় কৃতিত্ব মমতার।’’ তার পর ভোটের ফল নিয়ে বিজেপি কটাক্ষ করেন মমতার স্নেহের কেষ্ট। পরভোটে কেন বিজেপি ধরাশায়ী হল, এই প্রশ্ন করা হলে অনুব্রতের প্রতিক্রিয়া, ‘‘পাতাখোর, নেশাখোর দিয়ে ভোট হয়?’’ তিনি যোগ করেন, ‘‘প্রত্যেক পঞ্চায়েতে জয়জকার হবে তৃণমূলের। যদি সিপিএম, কংগ্রেস মনোনয়ন দিতে পারে তাহলে কেন বিজেপি মনোনয়ন দিতে পারল না?’’ তৃণমূল নেতার সংযুক্তি, ‘‘পাতাখোর, নেশাখোর দিয়ে ভোট হয় না। তবুও তো সিপিএম ভোট পেয়েছে সব জায়গায়। সিপিএম কিন্তু সব জায়গায় মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের কিছু সংগঠন আছে। সিপিএম দলটা তো নরেন্দ্র মোদীদের মতো মিথ্যাবাদীদের দল নয়।’’ এর পর কংগ্রেসকে বিঁধে বলেন, ‘‘তিনটে মাত্র আসন পেয়েছে কংগ্রেস ওটা কি পাওা হল? যে অধীরের দুর্দান্ত দাপট ছিল বহরমপুরে তা আর কোথায় থাকল! সব জায়গা এখন মমতাময়।’’

Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৩:২৬ key status

‘মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা, দায়িত্ব, দায়বদ্ধতা আরও বাড়ল’, টুইট মমতার

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৩:০৫ key status

২,২৭৪ ওয়ার্ডের মধ্যে প্রায় ৩ শতাংশ আসনে জয় বামেদের

রাজ্যে মোট ২২৭৪টি ওয়ার্ডে পুর নির্বাচন হয়েছিল। তার মধ্যে সব মিলিয়ে বামেরা জিতেছে ৬৪টি ওয়ার্ড, অর্থাৎ প্রায় ৩ শতাংশ আসনে জয়। এর মধ্যে তাহেরপুর পুরসভা এ বারও দখলে রেখেছে বামেরা। 

  • তাহেরপুর- ৮টি ওয়ার্ডে জয়ী
  • কালনা- ১টি ওয়ার্ডে জয়ী
  • জঙ্গিপুর- ৩টি ওয়ার্ডে জয়ী
  • শ্রীরামপুর- ১টি ওয়ার্ডে জয়ী
  • উত্তরপাড়া- ৩টি ওয়ার্ডে জয়ী
  • সোনামুখি- ৫টি ওয়ার্ডে জয়ী
  • বারাসত- ৩টি ওয়ার্ডে জয়ী
  • রাজপুর-সোনারপুর- ১টি ওয়ার্ডে জয়ী
  • বসিরহাট- ২টি ওয়ার্ডে জয়ী
  • হাবড়া- ১টি ওয়ার্ডে জয়ী
  • জয়নগর-মজিলপুর- ১টি ওয়ার্ডে জয়ী
  • খড়্গপুর- ২টি ওয়ার্ডে জয়ী
  • ঝাড়গ্রাম- ২টি ওয়ার্ডে জয়ী
  • তমলুক- ১টি ওয়ার্ডে জয়ী
  • রামপুরহাট- ১টি ওয়ার্ডে জয়ী
  • বাঁশবেড়িয়া- ১টি ওয়ার্ডে জয়ী
  • গোবরডাঙা- ১টি ওয়ার্ডে জয়ী
  • কোচবিহার- ২টি ওয়ার্ডে জয়ী
  • নিউব্যারাকপুর- ১টি ওয়ার্ডে জয়ী
  • বাদুড়িয়া- ১টি ওয়ার্ডে জয়ী
  • বেলডাঙা- ৩টি ওয়ার্ডে জয়ী
  • মধ্যমগ্রাম- ৪টি ওয়ার্ডে জয়ী
  • ইসলামপুর-১টি ওয়ার্ডে জয়ী
  • গোবরডাঙা-১টি ওয়ার্ডে জয়ী
  • বালুরঘাট- ২টি ওয়ার্ডে জয়ী
  • উলুবেড়িয়া - ১টি ওয়ার্ডে জয়ী
  • অশোকনগর - ২টি ওয়ার্ডে জয়ী
  • মেদিনীপুর শহর- ৩টি ওয়ার্ডে জয়ী
  • ইংরেজবাজার- ২টি ওয়ার্ডে জয়ী
  • উত্তর দমদম- ১টি ওয়ার্ডে জয়ী
  • বৈদ্যবাটি- ২টি ওয়ার্ডে জয়ী
  •  গারুলিয়া -১টি ওয়ার্ডে জয়ী
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:৫৩ key status

তৃণমূলের দখলে মুর্শিদাবাদের বীরনগর পুরসভা

মুর্শিদাবাদের বীরনগর পুরসভায় মোট আসন ১৪টি। তার মধ্যে তৃণমূল ১০টি ওয়ার্ডে জয়ী, বিজেপি ২টি ওয়ার্ড ও নির্দল ২টি ওয়ার্ডে জয় পেয়েছে। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:৩৮ key status

গঙ্গারামপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল

গঙ্গারামপুর পুরসভায় মোট আসন ১৮টি। তার মধ্যে তৃণমূল একাই জিতেছে সবক’টি আসন। বিরোধীরা শূন্য।

 

  • ১ নম্বর ওয়ার্ড, তৃণমূল- জ্যোৎস্না সরকার- ৭৫২
  • ২ নম্বর ওয়ার্ড, তৃণমূল- দীপা দাস(সরকার)- ১,২৫৪
  • ৩ নম্বর ওয়ার্ড, তৃণমূল- অমলেন্দু ভূষণ সরকার- ১,১০৪
  • ৪ নম্বর ওয়ার্ড, তৃণমূল- মানিক রায়- ১,১৭৯
  • ৫ নম্বর ওয়ার্ড, তৃণমূল- লক্ষ্মী হালদার দেববর্মন- ৪৩৫
  • ৬ নম্বর ওয়ার্ড, তৃণমূল- অতনু রায়- ৮৩৫
  • ৭ নম্বর ওয়ার্ড, তৃণমূল- প্রশান্ত মিত্র- ১,৫৭৯
  • ৮ নম্বর ওয়ার্ড, তৃণমূল- আশুতোষ ধর- ১,৩৬১
  • ৯ নম্বর ওয়ার্ড, তৃণমূল- অর্চনা সরকার- ৬৭৮
  • ১০ নম্বর ওয়ার্ড, তৃণমূল- রিতা চক্রবর্তী- ১,৫২৮
  • ১১ নম্বর ওয়ার্ড, তৃণমূল- সুজাতা মন্ডল সরকার- ৬৬২
  • ১২ নম্বর ওয়ার্ড, তৃণমূল- রাকেশ পন্ডিত- ৮৮৬
  • ১৩ নম্বর ওয়ার্ড, তৃণমূল- পাপড়ি কর্মকার সাহা- ৮৩২
  • ১৪ নম্বর ওয়ার্ড, তৃণমূল- মুক্তি চৌধুরী-৯৫৩
  • ১৫ নম্বর ওয়ার্ড, তৃণমূল- জয়ন্ত কুমার দাস- ৬৮১
  • ১৬ নম্বর ওয়ার্ড, তৃণমূল- শুভদ্রা রাজবংশি- ১,১২৯
  • ১৭ নম্বর ওয়ার্ড, তৃণমূল- সুভাষ কুন্ডু- ৭১২
  • ১৮ নম্বর ওয়ার্ড, তৃণমূল- বিশ্বজিৎ মুর্মু- ৯৪৮
Advertisement
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:৩২ key status

‘‘পরের চ্যালেঞ্জ পঞ্চায়েত’’, বললেন জুন মালিয়া

‘‘জীবনের সব কিছুকেই চ্যালেঞ্জ হিসেবে নিই। এই ভোটও চ্যালেঞ্জ ছিল। পরের লক্ষ্য পঞ্চায়েত।’’, জয়ী প্রার্থীদের পাশে নিয়ে বললেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।

‘‘জীবনের সব কিছুকেই চ্যালেঞ্জ হিসেবে নিই। এই ভোটও চ্যালেঞ্জ ছিল। পরের লক্ষ্য পঞ্চায়েত।’’, জয়ী প্রার্থীদের পাশে নিয়ে বললেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। — নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:২২ key status

খড়গপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল

তৃণমূল – ২০টি ওয়ার্ড, নির্দল -১টি, কংগ্রেস - ৬টি, বিজেপি -৬ ও বামেরা - ২টি ওয়ার্ডে জয়লাভ করেছে।

কোথায়, কোন দল জয়ী

  • ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম
  • ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৪ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআই
  • ৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল
  • ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ১১ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
  • ১২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
  • ১৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
  • ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
  • ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২২ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
  • ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
  • ২৪ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস
  • ২৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
  • ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৩০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৩১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
  • ৩২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
  • ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি
  • ৩৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
  • ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:১৩ key status

উত্তরপাড়া-কোতরং পুরসভাও তৃণমূলের দখলে

উত্তরপাড়া-কোতরং পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে ১৭টি ওয়ার্ড। সিপিএম প্রার্থীরা জিতেছেন ৩, ৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে। কংগ্রেস প্রার্থী জিতেছেন ২৪ নম্বর ওয়ার্ডে এবং ৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:১০

ইংরেজবাজারে ঘাসফুল ঝড়

মালদহের ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২৫টি জিতল তৃণমূল। তিনটি বিজেপি এবং একটি ওয়ার্ড জিতেছেন নির্দল প্রার্থী।

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:০৯

হুগলির কোন্নগর পুরসভা দখল করল তৃণমূল

কোন্নগর পুরসভায় মোট ওয়ার্ড ২০টি। তার মধ্যে একা তৃণমূল জিতেছে ১৭টি ওয়ার্ডে, সিপিএম প্রার্থী জিতেছেন ৭ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থী ও ২০ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:০৭ key status

চুঁচুড়া পুরসভায় সবক’টি ওয়ার্ড তৃণমূলের দখলে

— নিজস্ব চিত্র।

হুগলির চুঁচুড়া পুরসভার ৩০টি আসনই জিতলেন তৃণমূল প্রার্থীরা। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১২:০৫ key status

বাঁশবেড়িয়া পুরসভাও তৃণমূলের

বাঁশবেড়িয়া পুরসভায় মোট ওয়ার্ড ২২টি। তার মধ্যে তৃণমূল ২১টি ওয়ার্ডে জিতেছে। ৪ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপিএম প্রার্থী। 

 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:৫৯ key status

জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভাতেই ঘাসফুল ঝড়

জলপাইগুড়িতে সবুজ ঝড়

জলপাইগুড়িতে সবুজ ঝড় — নিজস্ব চিত্র

জলপাইগুড়ি পুরসভা মোট আসন ২৫

তৃণমূল- ২২ 

কংগ্রেস- ২ 

সিপিএম- ১

 


ময়নাগুড়ি পুরসভায় মোট আসন ১৭

তৃণমূল- ১৬ 

নির্দল- ১

 


মাল পুরসভায় মোট আসন ১৫ 

তৃণমূল- ১৪ 

বিজেপি- ১

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:৫৫ key status

ইসলামপুর পুরসভার পূর্ণাঙ্গ ফল

ইসলামপুরে মোট ১৭টি ওয়ার্ড। তার মধ্যে তৃণমূল একা পেয়েছে ১১টি ওয়ার্ড। বিজেপি ২টি, নির্দল ৩টি ও বাম ১টি ওয়ার্ডে জিতেছে।   

কোন ওয়ার্ডে, কে জয়ী?

  • কৃষ্ণা সাহা দত্ত (তৃণমূল) ১ নং ওয়ার্ড
  • প্রীতি যাদব (বিজেপি) ২ নং ওয়ার্ড
  • মহম্মদ নাজিম (নির্দল) ৩ নং ওয়ার্ড
  • গুরুদাস সাহা (তৃণমূল) ৪ নং ওয়ার্ড
  • পূর্ণিমা সাহা দে (তৃণমূল) ৫ নং ওয়ার্ড
  • অমল কুমার সরকার (নির্দল) ৬ নং ওয়ার্ড
  • কানাইয়ালাল আগরয়াল (তৃণমূল) ৭ নং ওয়ার্ড
  • হাজি মুজাফফর হুসেইন (তৃণমূল) ৮ নং ওয়ার্ড (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)
  • নাগিনা বেগম (তৃণমূল) ৯ নং ওয়ার্ড
  • ফিরোজ আহমেদ (সিপিএম) ১০ নং ওয়ার্ড
  • মানিক দত্ত (নির্দল) ১১ নং ওয়ার্ড
  • নিবেদিতা সাহা (বিজেপি) ১২ নং ওয়ার্ড
  • অসিত সেন (তৃণমূল) ১৩ নং ওয়ার্ড
  • সঙ্গীতা সাহা দাস (তৃণমূল) ১৪ নং ওয়ার্ড
  • অর্পিতা পোদ্দার দত্ত (তৃণমূল) ১৫ নং ওয়ার্ড
  • জ্যোতি দত্ত (তৃণমূল) ১৬ নং ওয়ার্ড
  • শিখা দত্ত (তৃণমূল) ১৭ নং ওয়ার্ড
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:৪৭ key status

ঘাটালে বিপুল জয়ের পর তৃণমূল প্রার্থীরা

— নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীরপুরের ঘাটালে ১৭টি আসনের সবক’টি জিতেছে তৃণমূল। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:৪৪ key status

ডালখোলা পুরসভা দখলে তৃণমূলের, দেখুন পূর্ণাঙ্গ ফলাফল

ডালখোলা পুরসভা, মোট ১৬ টি ওয়ার্ড। তার মধ্যে ১২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ৪টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থীরা।

 

  • ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আলি হাসান জয়ী  (৯১১ ভোটে জয়ী)
  • ২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শ্যামলী দাস অধিকারী (১,১২২ ভোটে জয়ী)
  • ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুজনা দাস ( ২৮৫ ভোটে জয়ী)
  • ৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তনয় দে (১,৭২৭ ভোটে জয়ী)
  • ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রেনু দেবী বোহানিয়া (৩৬১ ভোটে জয়ী)
  • ৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী স্বদেশ সরকার (১,০৪৩ ভোটে জয়ী)
  • ১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রাকেশ সরকার (১,৩২৯ ভোটে জয়ী)
  • ১১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী  গোপাল রায় (৬৮৬ ভোটে জয়ী)
  • ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী  আনজার আলম (৮৫৪ ভোটে জয়ী)
  • ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আলি রেজা খান (৫২ ভোটে জয়ী)
  • ১৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিবি তাবস্সুম খাতুন (৯২০ ভোটে জয়ী)
  • ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ফিরোজ আহমেদ (৬০১ ভোটে জয়ী)
  • ৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী কৈলাশ সাহা (৩৬১ ভোটে জয়ী)
  • ৭ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী  মৌমিতা বর্মণ (৬৩৪ ভোটে জয়ী)
  • ৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী ইতিদাস কর্ন (৪৩৬ ভোটে জয়ী)
  • ১২ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী তাহসানা খাতুন (৬২৮ ভোটে জয়ী)
timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:৩৭ key status

হুগলির চাঁপদানি পুরসভা ত্রিশঙ্কু

চাঁপদানি পুরসভা ত্রিশঙ্কু। এই পুরসভায় মোট ২২টি ওয়ার্ড। তার মধ্যে তৃণমূল জিতেছে ১১টি ওয়ার্ডে, নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। কংগ্রেস জিতেছে ১টি ওয়ার্ডে। 

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:৩২ key status

‘এই জয় মমতাদির জয়’, জিতে উঠে বললেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

timer শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১১:২৮ key status

দিলীপ ঘোষের গড় খড়গপুর পুরসভাতেও ঘাসফুল ঝড়

খড়গপুরের ৩৫টি আসনের মধ্যে তৃণমূল একাই জয়ী ২০টি আসনে। কংগ্রেস ও বিজেপি পেয়েছে ৬টি করে ওয়ার্ড। বামেরা পেয়েছে ২টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থী জিতেছেন একটি ওয়ার্ডে। এই লোকসভা কেন্দ্র থেকেই জিতেছেন বিজেপি-র কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE