প্রতীকী চিত্র।
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ওই ভোটকে সামনে আজ, শনিবার ‘কলকাতার আগামীর রূপরেখা’ প্রকাশ করবে তৃণমূল। দুপুর ২টো নাগাদ ওই কর্মসূচি রয়েছে। কলকাতাবাসীর জন্য কী কী প্রতিশ্রুতি থাকবে, নজর থাকবে সে দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
পুরভোটের প্রচার
শিয়রে কলকাতা পুরভোট। পুরোদমে প্রচার নেমেছে রাজনৈতিক দলগুলি। আজ চেতলা লকগেটে প্রচার করার কথা রাজ্যের মন্ত্রী তথা বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের। প্রচারে পিছিয়ে নেই বিজেপি-ও। আজ ১০৭ নম্বর ওয়ার্ডে প্রচার করতে পারেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ ছাড়া ১১৮ ও ১৩৮ নম্বর ওয়ার্ডে প্রচারে যেতে পারেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অন্য দিকে, আজ বাড়ি বাড়ি প্রচার করবেন বাম প্রার্থীরা।
করোনা পরিস্থিতি
শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এক ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কি না তা জানতে পরীক্ষা করা হয়েছিল। আজ সেই পরীক্ষার ফল জানা যেতে পারে।
আইএসএল
আজ আইএসএল-এ মোহনবাগান ও চেন্নাইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
অ্যাশেজ
অ্যাশেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আজ চতুর্থ দিনে পড়ল ম্যাচটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy