—ফাইল চিত্র।
দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে ভারতে। প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবারও দেশে আক্রান্ত ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। আজ দেখার ওই সংখ্যাটা কমে কি না।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো: রাজ্যের করোনা পরিস্থিতি
কলকাতা-সহ গোটা রাজ্যে নতুন করে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে রাজ্যে কোনও বিধি নিষেধ জারি হচ্ছে কি না দেখার।
ত্রিপুরায় অভিষেক
আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা তাঁর। সন্ধ্যা ৭টা নাগাদ আগরতলায় দলীয় কর্মীদের নিয়ে তিনি বৈঠক করতে পারেন।
পুরসভা ভোটের তৎপরতা
আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার বড় পুরসভার ভোটগ্রহণ। তা নিয়ে জোরকদমে প্রচার করছে রাজনৈতিক দলগুলি। আসানসোল ও শিলিগুড়ি পুরসভায় ফল ভাল করতে জোরকদমে লড়াই করছে বিজেপি।
আবহাওয়া
রাজ্যে শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়বে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy