Wedding Special 2022: Wedding gift ideas under 500 rupees dgtl
Wedding Gift ideas under 500
উপহারের ভাবনায় পকেটে টান! ৫০০ টাকার মধ্যে প্রিয়জনকে কী কী দিতে পারেন
অপর প্রান্তে থাকা প্রিয়জনের কী পছন্দ, কী পছন্দ নয়, এমন ভাবনা তো রয়েছেই। তা ছাড়াও আছে বাজেটের চিন্তা।
এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১১:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
নভেম্বর মাস। চলছে বিয়ের মরসুম। নিকট আত্মীয় থেকে সহকর্মী, বন্ধু — বিয়েতে ঠিক কী উপহার দেবেন তা নিয়ে কমবেশি চিন্তায় পড়ে যান সকলেই।
০২১২
অপর প্রান্তে থাকা প্রিয়জনের কী পছন্দ, কী পছন্দ নয়, এমন ভাবনা তো রয়েছেই। তা ছাড়াও আছে বাজেটের চিন্তা।
০৩১২
বলা হয়, উপহারের মধ্যে দিয়েই কোনও ব্যক্তির রুচির যথার্থ পরিচয় মেলে। উপহার এমন হওয়া উচিত, যার বাজেট হবে সাধ্যের মধ্যে, আবার সেই উপহারের মধ্যে রুচির ছাপও থাকবে স্পষ্ট।
০৪১২
এই মরসুমে কোন কোন জিনিস থাকতে পারে আপনার উপহারের তালিকায়, রইল তারই সন্ধান।
০৫১২
ফুলদানি: বাড়ির যে কোনও অংশের সৌন্দর্য নিমেষে বাড়িয়ে দিতে পারে ফুল দিয়ে সাজানো একটি ফুলদানি। স্বল্প বাজেটের মধ্যে কারুকাজ করা ফুলদানি উপহার হিসেবে হতে পারে দারুণ।
০৬১২
দেওয়াল ঘড়ি: সময়ের থেকে ভাল উপহার আর কীই বা হতে পারে? প্রিয়জনের বিয়েতে উপহারের বাজেট যদি ৫০০ টাকার আশপাশে হয় তা হলে মাঝারি থেকে ছোট দেওয়াল ঘড়ি উপহার হিসেবে বেছে নেওয়াই যায়।
০৭১২
ঘর সাজানোর দ্রব্যাদি: নবদম্পতির কাছে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী হতে পারে মনের মতো উপহার। এই উপহারগুলি নতুন সংসার সাজিয়ে তোলার সময় বেশ খানিকটা সাহায্য করতে পারে।
০৮১২
ছবির অ্যালবাম: জীবনের প্রতিটি মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখার জন্য এর থেকে ভাল উপহার আর কীই বা হতে পারে! এমনকী কম বাজেটে কাঠের ফ্রেমে বাঁধানো অ্যালবামও হতে পারে বেশ আকর্ষণীয় উপহার।
০৯১২
বিশেষ ভাবে বানানো উপহার: আধুনিক সময়ে বহু সংস্থা প্রিয়জনের ছবি দিয়ে কফির মগ, টি-শার্ট, ঘড়ি, কুশন ইত্যাদি তৈরি করে। কম খরচে এই ধরনের উপহারের মধ্যেও থাকে নতুনত্বের ছোঁয়া।
১০১২
বই: এক সময় উপহারের তালিকার অন্যতম পছন্দের তালিকায় থাকত বই। সময়ের সঙ্গে সঙ্গে রেওয়াজ বদলালেও উপহার হিসেবে বই ভালবাসেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তবে অবশ্যই যে বইটি উপহার দিতে চলেছেন, তা আগে থেকেই তাঁদের সংগ্রহে আছে কি না তা জেনে নিন।
১১১২
উপহারের ভাউচার: বলা যেতে পারে, বর্তমানে ব্যস্ত রুটিনে উপহারের ভাউচারের চল বেশ বেড়েছে। যে কোনও ই-কমার্স ওয়েবসাইটের বা ব্র্যান্ডের ভাউচার উপহার দিন। সুদৃশ্য খামে ভরে সেই উপহার কিন্তু প্রিয়জনের মন জয় করবেই।
১২১২
সুগন্ধী: উপহারের তালিকায় সুগন্ধী বা পারফিউম হতে পারে ভাল বিকল্প। যদিও মনে রাখতে হবে, ব্যক্তিবিশেষে বদলে যায় পছন্দসই সুগন্ধী। তাই প্রিয়জনের ভাল লাগার কথা ভেবে, তবেই সুগন্ধী কেনা উচিত।