প্রতীকী ছবি।
বিয়ে প্রত্যেকের জীবনেই যেন স্বপ্নের মতো। জীবনের এই বিশেষ দিনটিকে কী ভাবে সাজিয়ে তোলা যায়, তা নিয়ে সকলের মনেই নানান ধরনের পরিকল্পনা থাকে। পোশাক, সাজগোজ, খাওয়া দাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে হালফিলের বিয়ের পরিকল্পনায় জুড়েছে একটি নতুন শব্দ— ডেস্টিনেশন ওয়েডিং।
আপনাদের জন্য রইল কলকাতার আশেপাশেই পাঁচটি এমন জায়গার সন্ধান রইল, যেগুলি আপনার বা আপনার পরিবারের সদস্যের বিবাহ অভিযানকে করে তুলবে আরও সুন্দর ও মোহময় ।
১. বাওয়ালি রাজবাড়ি
অনেকেরই ইচ্ছে থাকে রাজকীয় কায়দায় বিয়ে করার। এই ক্ষেত্রে বাওয়ালি রাজবাড়ি হতে পারে আপনার বিয়ের জন্য আদর্শ জায়গা। কলকাতা থেকে ঘণ্টা খানেকের দূরত্বে নোদাখালিতে এই রাজপ্রাসাদ রাজকীয় ঘরানার বিয়ের জন্য একদম আদর্শ। এখানকার প্রতিটি ঘর, বারান্দা, কিংবা দালান আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতায়। সম্প্রতি টলিউড জুটি রাজ-শুভশ্রীর বিয়েও এখানে হয়েছে।
২. বৈদিক ভিলেজ
শহর কলকাতা থেকে কিছুটা দূরে রাজারহাটে শহরের বিশ্বমানের বিলাসবহুল রিসর্টগুলির মধ্যে অন্যতম হল বৈদিক ভিলেজ। হোটেল ঘর, ব্যাঙ্কোয়েট, বাংলো থেকে থেকে শুরু জমিদারি ভিলা, মাড হাউজ, সুইমিং পুল সব কিছু আপনি পেয়ে যাবেন এখানে। সেই সঙ্গে পাবেন সবুজে ঘেরা পরিবেশ। খরচ খানিকটা বেশি হলেও এখানকার ডেস্টিনেশন ওয়েডিং আপনার এই বিশেষ দিনটিকে সারা জীবন স্মরণীয় করে রাখবে।
৩. রায়চক ফোর্ট
কলকাতা থেকে ৫২ কিলোমিটার দূরে রায়চকের এই রিসর্ট ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে বেশ জনপ্রিয়। গঙ্গার ধারের এই রিসর্ট প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। রিসর্টের মধ্যেই রয়েছে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস কোর্ট। যদি চান বিবাহ অভিযান একটু অন্য রকম হোক, তা হলে বেছে নিতে পারেন রায়চকের এই দুর্গকে।
৪. নিরালা রিসর্ট
কলকাতা থেকে ঘণ্টা খানেকের দূরে দেউলটিতে রয়েছে এই রিসর্ট। কেউ যদি প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে নিজের বিশেষ দিনটিকে স্মরণীয় রাখতে চান, তা হলে বিবাহ ডায়েরির প্রথম পাতা অনায়াসেই দখল করে নিতে পারে এই রিসর্ট। সামনেই রয়েছে শরৎচন্দ্রের বাড়ি।
৫. ফরচুন পার্ক পঞ্চবটি
কলকাতার ধর্মতলা থেকে মিনিট ২৫-এর দূরত্বে অবস্থিত শহরের অন্যতম জনপ্রিয় রিসর্টগুলির মধ্যে একটি হল ফরচুন পার্ক পঞ্চবটী। সুইমিং পুল, স্পা, বলরুম সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে। পাশেই রয়েছে গোলাবাড়ি ঘাট এবং কালী মন্দির। বিশেষ অনুরোধে, সন্ধেবেলায় ক্যাম্প ফায়ারেরও আয়োজন করতে পারেন আপনি। কলকাতার কাছাকাছি কোথাও ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান থাকলে এই রিসর্ট আপনার জন্য হতে পারে উপযুক্ত।
তা হলে আর অপেক্ষা কেন? আজই বেছে নিন নিজের পছন্দসই ডেস্টিনেশন ওয়েডিং-এর জায়গা এবং স্মরণীয় করে তুলুন এই বিশেষ দিনটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy