—ফাইল চিত্র।
আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দেবে আপনার আঙুলের আকৃতি! এমনই দাবি একটি সমীক্ষার। সকলের শারীরিক আকার আকৃতি সমান নয়। কারও আঙুল সোজা। কারওবা বাঁকাচোরা। আবার নখের আকৃতিও এক এক জনের এক এক রকমের। আঙুল আর নখের আকৃতি মিলিয়েই তিন ভাগে ভাগ করা হয়েছে পুরো বিষয়টিকে।
সূঁচালো, সোজা এবং গাঁট বিশিষ্ট— এই তিন ধরনের আঙুলের আকৃতির নিরীখে বিশ্লেষণ করা হয়েছে চরিত্র।
আপনি যদি সূঁচালো আঙুলের অধিকারী হন, তবে আপনি সহজেই প্রেমে পড়েন। আবার আপনার প্রেমেও পড়েন অনেকেই। আপনি সহজেই মানুষের মন জয় করতে পারেন। তবে আপনার মতো মানুষ এই চরিত্রের জন্য কখনও সখনও বিপদেও পড়েন। অনেকেই আপনার সরল স্বভাবের সুবিধা নেন।
আপনার আঙুল যদি সোজা হয় তবে আপনি নিজের আবেগ খুব ভাল ভাবে লুকোতে পারেন। আপনার ভিতরে আবেগের ঝড় চললেও বাইরে আপনাকে দেখে বোঝা যায় না। এতে আপনার সম্পর্কে অনেকেরই ভুল ধারণা হতে পারে। আপনাকে প্রিয়জনেরাও ভুল বুঝতে পারেন।
আপনার আঙুল যদি গাঁট বিশিষ্ট হয়। (ছবিতে বাঁদিক থেকে তিন নম্বর) তবে আপনি একজন দৃঢ়চেতার মানুষ। সহজেই মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। তবে আপনার আত্মমর্যাদাবোধও অন্যদের থেকে বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy