Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Expensive Burger In World

দাম সাড়ে চার লাখ টাকা! এমন কী দিয়ে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে দামি এই বার্গার?

বার্গারটি যে বান দিয়ে তৈরি, তা আসল সোনার পাতে মোড়ানো। বার্গারে এক কামড় দিলে একসঙ্গে টক-ঝাল-মিষ্টি স্বাদ পাওয়া যায়।

বিশ্বের সবচেয়ে মূল্যবান বার্গার।

বিশ্বের সবচেয়ে মূল্যবান বার্গার। —ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৩:০৪
Share: Save:

বাঙালিরা সাধারণত মাছে-ভাতে স্বচ্ছন্দ বোধ করেন। কিন্তু পাতে মাঝেমধ্যে পিৎজ়া-বার্গার থাকলেও মন্দ হয় না। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি বার্গার হিসাবে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম লিখিয়ে সারা বিশ্বে নজির গড়ে তুলেছে এই বার্গার। এর দামই নাকি ভারতীয় মুদ্রায় সাড়ে চার লক্ষ টাকা। কী এমন রয়েছে এই মূল্যবান বার্গারে?

এই বার্গার তৈরির নেপথ্যে রয়েছেন রবার্ট জান দে ভান নামে এক রন্ধনশিল্পী। ওয়াগইয়ু নামে জাপানে এক ধরনের আমিষ পদ পাওয়া যায়। তার মাংসের টুকরোর উপর কাভিয়ার এবং এক ধরনের বিশালাকৃতির কাঁকড়া স্তরে স্তরে সাজানো হয়েছে। লেটুস পাতা এবং অনিয়ন রিংস (পেঁয়াজ দিয়ে তৈরি বিশেষ ধরনের মুখরোচক খাবার)-ও রয়েছে বার্গারের ভিতর। বার্গারটি যে বান দিয়ে তৈরি, তা আসল সোনার পাতে মোড়ানো। বার্গারে এক কামড় দিলে একসঙ্গে টক-ঝাল-মিষ্টি স্বাদ পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burger Guiness World Record Restaurant Chef
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE