তিন সেকেন্ডের মধ্যেই তিনটি দেশে পা রাখতে পারবেন। এমনকি, তার জন্য আলাদা ভিসার ঝক্কিও পোহাতে হবে না। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে এমনটাই জানালেন তরুণী (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঝিলিক.সাধু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় এক তরুণী তিন সেকেন্ডের মধ্যে তিনটি দেশ ভ্রমণের উপায় জানিয়েছেন। তার জন্য লাগবে না বিশেষ কোনও ভিসাও। তবে তিন সেকেন্ডের মধ্যে তিনটি দেশ ঘোরা কী করে সম্ভব?
আরও পড়ুন:
জার্মানির কাছে আঁখেন সিটিতে থ্রিকান্ট্রিপয়েন্ট নামের একটি পর্যটনস্থল রয়েছে। এই জায়গায় জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম দেশগুলির সীমান্ত মিশে গিয়েছে। সেখানে গেলেই কয়েক সেকেন্ডের মাথায় তিনটি দেশেই পা রাখা যায়। শেনজেন ভিসা থাকলে এই তিনটি দেশেই অবাধে যাতায়াত করা যায়।
এই পর্যটনস্থলে গিয়ে সীমান্ত পার করে এক দেশ থেকে অন্য দেশে পা রাখছিলেন তরুণী। এই এলাকায় তিন দেশের মধ্যে একটি দেশের সেনাও টহল দেন না। তিন সেকেন্ডের মধ্যে এ ভাবেই পা ফেলে ফেলে তিন দেশে ভ্রমণ সারলেন তরুণী। আঁখেন সিটি থেকে সড়কপথে ৮ কিলোমিটার দূরত্বে এই পর্যটনকেন্দ্র রয়েছে বলে জানান তিনি।