Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Viral News

ট্রাম্প, হ্যারিসকে পছন্দ নয়! ভোটদানে অনিচ্ছুক তরুণের সঙ্গে বিয়েই ভেঙে দিতে চাইছেন তরুণী

তরুণী জানান, তিনি ফ্লরিডার বাসিন্দা। চার মাস পর বাগ্‌দান হওয়ার কথা তাঁর। তাঁর বাগ্‌দত্তও থাকেন আমেরিকায়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে চাননি ওই তরুণ।

Woman considers calling off engagement after fiance refuses to vote for US presidential election

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৪:২৬
Share: Save:

এক দিকে ডোনাল্ড ট্রাম্প, অন্য দিকে কমলা হ্যারিস। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীকেই পছন্দ হল না ২৬ বছর বয়সি তরুণের। তাই কাউকেই ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নেন তিনি। তা শুনে তরুণের উপর খেপে গেলেন তাঁর বাগ্‌দত্তা। ভোট না দিলে তিনি নাকি তরুণের সঙ্গে বিয়ে ভেঙে দেবেন। বাগ্‌দত্তকে চূড়ান্ত সময়সীমায় বাঁধার পরিকল্পনা করেছেন তরুণী। রেডিটে এই প্রসঙ্গে নেটব্যবহারকারীদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি।

তরুণী জানান, তিনি ফ্লরিডার বাসিন্দা। চার মাস পর বাগ্‌দান হওয়ার কথা তাঁর। তাঁর বাগ্‌দত্তও থাকেন আমেরিকায়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে চাননি ওই তরুণ। তা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন তরুণী। তিনি লিখেছেন, ‘‘চার মাস পর আমার আংটিবদলের অনুষ্ঠান। কিন্তু যার সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি, সে ভোট দিতে চায় না। অথচ আমাদের দু’জনের রাজনৈতিক মতাদর্শ একই। আমি সত্যিই খুব অবাক হচ্ছি। ওর নাকি কোনও প্রার্থীকেই পছন্দ নয়। তাই ভোট দেবে না। আমার তো এ বার নিজের সম্পর্ক নিয়েও প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। যে ভোট দিতে চায় না তাকে বিয়ে করব কী ভাবে? আমি ভাবছি ওকে চূড়ান্ত সময়সীমার মধ্যে ফেলি। ও যদি ভোট না দেয়, তা হলে আমি বিয়েই ভেঙে দেব। ভোট নিয়ে ওর উদাসীনতা দেখে ভাল লাগছে না আমার। আমি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছি?’’

তবে সদ্য শেষ হওয়া আমেরিকার নির্বাচনে ওই তরুণ শেষ পর্যন্ত ভোট দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

অন্য বিষয়গুলি:

Viral News Kamala Harris Donald Trump US Presidential Election 2024 Divorce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy