ছবি থেকে শুরু করে পুরনো মুদ্রা জমানো— বিভিন্ন মানুষের বিভিন্ন শখ থাকে। এর মধ্যে কিছু শখ নজর কাড়ার মতো, আবার কিছু শখ খুব অদ্ভুত। তেমনই এক অদ্ভুত শখের জেরে নেটপাড়ার মনোযোগ আকর্ষণ করলেন এক তরুণী। শখ হিসাবে মশাদের মৃতদেহ সংগ্রহ করেন তিনি। শুধু তা-ই নয়, মৃত মশাদের নামও দেন তিনি। মশার মৃত্যুদিন, স্থান এবং সময়ও লিখে রাখেন মৃত মশাগুলির নীচে! শুনে অবাক লাগলেও সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণীর কথোপকথন। পাশে বসে রয়েছে এক কিশোরীও। এর মধ্যে এক তরুণী একটি কাগজ তুলে নেন। সেই কাগজে সাঁটা রয়েছে অনেক মশার দেহ। মশাগুলির নীচে তাদের নাম লেখা। লেখা রয়েছে, তাদের মৃত্যুর দিনক্ষণও। ওই দুই তরুণীর মধ্যে এক জন ওই ভাবে মৃত মশা জমিয়ে রাখতে ভালবাসেন। তাঁর শখ দেখে ভিডিয়োতে তাঁকে নিয়ে হাসাহাসিও হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আকাঙ্ক্ষা_রাওয়াত’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। পঞ্চাশ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে প্রায় সাড়ে চার লক্ষ। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়ো দেখে পুরো মশা সম্প্রদায় ভয়ে আছে।’’ মজার ছলে অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মহিলা মশারা রক্তচোষা হয়। কিন্তু তরুণী তাদের পুরুষদের নাম দিয়েছে। এ মেনে নেওয়া যায় না।’’