Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Viral Video

নেই কোনও বই, নেই চক-ডাস্টারও! অভিনব ক্লাসে ‘শ্রেণিকক্ষে কবি সম্মেলন’

নেই কোনও বই, নেই চক-ডাস্টার, কবিতার ছন্দে ছন্দে পরিবেশ শিক্ষার পাঠ নিচ্ছে পড়ুয়ারা

Viral video of a teacher, singing while teaching in samastipur

কবিতার ছন্দে ছন্দে চলছে পঠনপাঠন। ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ১৮:৩১
Share: Save:

ভরা ক্লাসরুম, রয়েছেন শিক্ষকও। অথচ তার হাতে নেই কোনও বই, নেই চক-ডাস্টারও! বদলে শিক্ষকের সামনে রয়েছে মাইক। কবিতার ছন্দে ছন্দে চলছে পঠনপাঠন। বিহারের সমস্তিপুরের একটি স্কুলের ক্লাসরুমের এই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

কবিতার ছন্দে পড়াতে ভালবাসেন বিহারের সমস্তিপুরের হাসানপুর এলাকার প্রাথমিক স্কুলের শিক্ষক বৈজনাথ রজক। তাঁর ক্লাস নেওয়ার ভিডিয়োয় দেখা যাচ্ছে কবিতার মাধ্যমে কচিকাঁচাদের পরিবেশ শিক্ষার পাঠ দিচ্ছেন তিনি। মুখে মুখে কবিতার মাধ্যমে বিহারের বিভিন্ন দ্রষ্টব্য জায়গার নাম ও তার বৈশিষ্ট্য বর্ণনা করছেন ওই শিক্ষক। গতে বাঁধা পড়াশোনা থেকে বেরিয়ে রীতিমতো আনন্দে হইহই করে ক্লাস করছে পড়ুয়ারা। ক্লাসে থাকা ব্ল্যাকবোর্ডে রঙিন ছবি, মজার ছলে তিনি তাঁর ক্লাসের নাম দিয়েছেন ‘শ্রেণিকক্ষে কবি সম্মেলন’। কবিতার ক্লাস শেষ হতেই হাততালির ঝড় উঠেছে গোটা ক্লাসরুম জুড়ে। বৈজনাথ রজকের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার আগে থেকেই সমাজমাধ্যমে আরও তাঁর কয়েকটি ভিডিয়ো রয়েছে। তাতেও তিনি একই ভাবে কবিতা বলে নানা বিষয় পড়ুয়াদের সহজ ভাবে বুঝিয়ে দিতে দেখা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Viral Bihar Viral Video Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE