Advertisement
০৭ জানুয়ারি ২০২৫
viral video of crocodile

পুরু বরফের ফাঁদে পড়ে ‘নট নড়নচড়ন’! ভয়াল প্রাণী কি মৃত না জীবিত? ধন্দে নেটপাড়া, রইল ভিডিয়ো

একটি হ্রদের বরফের নীচে জমে গিয়েছে একটি বড়সড় একটি অ্যালিগেটর। শুধুমাত্র নাকটি বরফের আস্তরণ ভেদ করে সামান্য বেরিয়ে থাকতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়।

A video of an alligator frozen under ice went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:০০
Share: Save:

জলের নীচে জমাট বাঁধা বরফের ফাঁদে আটকে পড়ল অ্যালিগেটর। সেই ‘নট নড়নচড়ন’ অবস্থাতেই বেঁচে থাকতে দেখা গেল ভয়ঙ্কর এই জলচর প্রাণীটিকে। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় মনুষ্য ও প্রাণীকূল উভয়কেই। সেই লড়াইয়ের একটি অসাধারণ মুহূর্ত ধরা পড়েছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। সেটি পোস্ট হওয়ার পরই ঝড়ের গতিতে নেটাগরিকদের নজর কেড়েছে। সেখানে দেখা গিয়েছে একটি হ্রদের বরফের নীচে জমে রয়েছে একটি বড়সড় একটি অ্যালিগেটর। শুধুমাত্র নাকটি বরফের আস্তরণ ভেদ করে সামান্য বেরিয়ে থাকতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘অ্যাকুওয়েদার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে বরফের মধ্যে আটকে রয়েছে প্রাণীটি। ভিডিয়োর প্রথমে তাকে মৃত বলে মনে হতে পারে। তবে খানিক ক্ষণ পর ভিডিয়োয় দেখা গিয়েছে বিশালাকার প্রাণীটির দেহ অল্প অল্প নড়ছে। এই ঘটনাটি ঘটেছে কলোরাডোয়। ভিডিয়োয় বলা হয়েছে সাধারণত এই প্রজাতির অ্যালিগেটরেরা প্রচন্ড ঠান্ডা সহ্য করার ক্ষমতা রাখে। সমস্ত কুমির জাতীয় প্রাণীদের মধ্যে এদের এই সহ্যশক্তি সবচেয়ে বেশি। ‘হাইবারনেশনের’ মতো ‘ব্রুমেশন’ নামের একটি পদ্ধতি হয় যা সরীসৃপদের কঠোর, ঠান্ডা জলবায়ু সহ্য করতে সহায়তা করে। ভিডিয়োটি ৬০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। ভিডিয়ো দেখে এক জন ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘‘প্রকৃতি অবিশ্বাস্য। এই প্রাণীরা বেঁচে থাকার জন্য যে লড়াই করছে তা মন ছুঁয়ে যায়।’’ অন্য এক জন ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করে লেখেন, ‘‘আমি আশা করব এটি জীবিত, বিশেষ ভাবে সম্পাদিত ভিডিয়ো নয়।’’

অন্য বিষয়গুলি:

wild Crocodile ice Winter Freeze lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy