Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Viral Video of Moo Deng

ট্রাম্প না কমলা কে হবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট? জানাল ‘পিগমি’ মু ডেং!

আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী সেরে রাখল মু ডেং।

পিগমি জলহস্তী মু ডেং।

পিগমি জলহস্তী মু ডেং। ছবি: ভিডিয়ো থেকে সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৭:৫৮
Share: Save:

আমেরিকায় ভোটযুদ্ধ চলছে। রিপাবলিকান শিবিরের ডোনাল্ড ট্রাম্প? না ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস? কে ছিনিয়ে নেবেন আমেরিকার প্রেসিডেন্টের পদ। মঙ্গলবারই তা নির্ধারণ করেছেন আমেরিকার জনগণ। অপেক্ষা এখন ফলাফলের।

অবশ্য জনতার রায় বেরনোর আগেই আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী সেরে রাখল মু ডেং। না ইনি কোনও ভবিষ্যৎদ্রষ্টা নন। মু ডেং তাইল্যান্ডের একটি শিশু ‘পিগমি’ জলহস্তী। সমাজমাধ্যমে এই পিগমি জলহস্তীটির প্রবল জনপ্রিয়তা রয়েছে। নানা রকম কাণ্ডকারখানায় সে মাতিয়ে রাখে দর্শকদের। সেই রকমই একটি মজার কাণ্ড ঘটিয়েছে মু। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নিজের পছন্দের প্রার্থীকে ‘বেছে নিয়েছে’ এই ছোট্ট প্রাণীটি। এক্স হ্যান্ডলে থেকে ‘দ্য র‌্যাবিট হোল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োটি তাইল্যান্ডের ‘সি রাচাতে খাও খেও’ চিড়িয়াখানায় রেকর্ড করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে তাকে জল থেকে টেনে তোলা হচ্ছে। তার সামনে রাখা হয়েছে সবজি দিয়ে বানানো দুটি খাবারের ঝুড়ি। কুমড়ো কেটে যার মধ্যে নানা সবজি দিয়ে ভর্তি করা হয়েছে। সেই খাবারের উপর তরমুজের খোসায় খোদাই করা রয়েছে প্রার্থীর নাম। একটিতে ডোনাল্ড ট্রাম্প, অন্য তরমুজের খোসায় লেখা আছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের নাম। খাবারের গন্ধ পেয়েই সেদিকে এগিয়ে যায় মু। ভোটের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন উপস্থিত দর্শকরা। সকলকে চমকে দিয়েই গুটি গুটি পায়ে আমেরিকার প্রেসিডেন্টের আসনের জন্য শিশু জলহস্তী তার তার পছন্দের বিজয়ীকে বেছে নেয়। ডোনাল্ড ট্রাম্প লেখা তরমুজের খোসাটি ধীরে সুস্থে উদরস্থ করে মু।


অন্য বিষয়গুলি:

Hippo Moo Deng US Presidential Election 2024 Kamala Harris Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy