Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Viral Video

‘ছেড়ে দে, ছাড় বলছি, না হলে পস্তাবি’, আসনে বসা নিয়ে দুই যাত্রীর মারামারি! আবার সেই দিল্লি মেট্রো

বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে ঝামেলা খুব একটা বিরল ঘটনা নয়। মেট্রোতেও এমন দৃশ্য ধরা পড়ে। তবে সেই ঝগড়া বেশির ভাগ ক্ষেত্রেই সীমিত থাকে কথা কাটাকাটি পর্যন্ত। তবে মেট্রোয় যেখানে অনেক আসন ফাঁকা, সেখানে নির্দিষ্ট আসনের জন্য মারামারির ঘটনা বিরল।

Video of two person brawling over empty seat in Delhi metro

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১১:২১
Share: Save:

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। যার জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোয় আবার সে রকমই একটি ঘটনা ঘটল। দুই যুবকের সংঘর্ষে ধুন্ধুমার বাধল দিল্লির একটি মেট্রোর অন্দরে। ঘটনাটির একটি ভিডিয়োও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে ঝামেলা খুব একটা বিরল ঘটনা নয়। মেট্রোতেও এমন দৃশ্য ধরা পড়ে। তবে সেই ঝগড়া বেশির ভাগ ক্ষেত্রেই সীমিত থাকে কথা কাটাকাটি পর্যন্ত। তবে মেট্রোয় যেখানে অনেক আসন ফাঁকা, সেখানে নির্দিষ্ট আসনের জন্য মারামারির ঘটনা বিরল। তবে এই বিরল ঘটনায় ঘটেছে দিল্লির ওই মেট্রোর অন্দরে।

সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর আসনে বসা নিয়ে মারামারি করছেন দুই যুবক। একে অপরের কলার ধরে ধাক্কাধাক্কি করছেন। পরে তা আরও তীব্র রূপ নেয়। আশপাশের অনেকে তাঁদের আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। উল্টে মারপিট করার সময় এক যুবককে অন্য জনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘‘ছেড়ে দে, ছেড়ে দে বলছি, না হলে পস্তাতে হবে।’’ উল্লেখ্য, মেট্রোর বেশির ভাগ আসন ফাঁকা থাকলেও একটি নির্দিষ্ট আসনে বসা নিয়েই ওই দুই যুবকের মধ্যে ঝামেলা বাধে। আর তা সমাজমাধ্যম ব্যবহারকারীদের আরও অবাক করেছে।

‘ঘর কে কলেশ’ নামে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা ওই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে ভিডিয়োটি দেখে বিরক্তিও প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। কেউ কেউ আবার মজার মন্তব্যও করেছেন।

অন্য বিষয়গুলি:

metro Delhi Metro Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy