ট্রেনে চাপবেন বলে প্ল্যাটফর্মে নামার জন্য চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছিলেন এক তরুণ যাত্রী। হেঁটে নামার চেয়ে চলন্ত সিঁড়িতে উঠলে তাড়াতাড়ি নেমে পড়বেন তিনি। কিন্তু এ সিঁড়ি যে শেষ হওয়ার নাম নেই! অনন্তকাল ধরে যেন সেই সিঁড়ি বেয়েই নীচে নামার চেষ্টা করে চলেছেন তিনি। প্ল্যাটফর্ম পর্যন্ত আর পৌঁছতে পারছেন না তরুণ। আসলে তিনি প্ল্যাটফর্ম থেকে উপরে ওঠার সিঁড়িতে উঠে পড়েছিলেন। সেই সিঁড়ির এক ধাপে পা দিয়ে ক্রমাগত নীচে নামার প্রয়াস করছিলেন যাত্রী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মুম্বই’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, প্ল্যাটফর্ম থেকে উপরে ওঠার চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সেই সিঁড়ির প্রতিটি ধাপে পা দিয়ে নীচে নামার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু কোনও ভাবেই নীচে নামতে পারছিলেন না। আসলে, তরুণ প্ল্যাটফর্মে নেমে ট্রেনে উঠতে চেয়েছিলেন। কিন্তু প্ল্যাটফর্মে তিনি নামবেন কী করে? তিনি যে ভুল করে উপরের দিকে ওঠার চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছেন।
সমাজমাধ্যমে এই ভিডিয়োটি পোস্ট করে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে রেলস্টেশনের। বেশ কিছু ক্ষণ ধরে এক যাত্রীকে চলন্ত সিঁড়ি দিয়ে বিপরীত দিকে নামতে দেখে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন তিনি। ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমি ভিডিয়ো চালু করার পাঁচ মিনিট পর ওই ব্যক্তি চলন্ত সিঁড়ি থেকে প্ল্যাটফর্ম নেমে পড়লেন। তার আগে কত ক্ষণ তিনি সিঁড়ির উপর ছিলেন তা জানি না।’’
তরুণের কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কয়েক জন যাত্রী। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটপাড়ার হাসির বন্যা বয়ে যায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘উনি কি সত্যিই ভুল করে ফেলেছিলেন না কি মজা করে এমন করছিলেন?’’