জঙ্গলের ফাঁকা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ষাঁড়। দূর থেকে তা দেখতে পেয়ে শিকারের পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল একটি বাঘ। ষাঁড়টি পালানোর চেষ্টা করলেও বাঘটি নাছোড়বান্দা। শিকার করেই ছাড়বে সে। ষাঁড়ের শরীরে থাবা বসিয়ে গলা কামড়ে ঝুলে পড়ল বাঘটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘_আদিত্যকাওয়ালেওয়াইল্ডলাইফ_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ষাঁড়কে শিকার করছে একটি বাঘ। মধ্যপ্রদেশের পান্নার জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে। জঙ্গলের ভিতর ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল একটি ষাঁড়।
দূর থেকে সেই ষাঁড়টিকেই লক্ষ করছিল একটি বাঘ। সুযোগ পেতে দৌড়ে এসে এক লাফে ষাঁড়ের পিঠে চেপে বসল বাঘটি। ষাঁড়টি ছটফট করতে করতে বসে পড়ে। ষাঁড়টি পালানোর চেষ্টা করেও তা ব্যর্থ হল। ষাঁড়ের পিঠ এবং পেটে থাবা বসিয়ে তাকে চেপে ধরে ফেলল বাঘটি। তার পর গুরুর গলায় কামড় বসিয়ে দিল সে। ষাঁড়ের গলায় কামড় বসিয়ে ঝুলে পড়ল বাঘটি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই দৃশ্য দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুবই মনখারাপ হয়ে গেল।’’