ছবি: সংগৃহীত।
দ্রুতগতিতে চলছে মেট্রো। তেমন ভিড় নেই বললেই চলে। যাত্রীদের কেউ অফিস যাবেন, কারও আবার গন্তব্যস্থল ভিন্ন। সেই সময় মেট্রোয় উঠলেন এক তরুণ। চলন্ত মেট্রোয় যাত্রীদের সামনে গিয়ে হাত পেতে ভিক্ষা করতে শুরু করলেন তিনি। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর ভিতরে যাত্রীদের কাছে হাত পেতে ভিক্ষা করছেন এক তরুণ। দুই তরুণীর কাছেও যান তিনি। হাত পেতে ভিক্ষা চান। তরুণের এমন আচরণ দেখে আসন ছেড়ে উঠে পড়েন দুই তরুণী। ঘটনাটি বেঙ্গালুরুর একটি মেট্রোয় ঘটেছে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের।
পিটিআই সূত্রে খবর, সেই তরুণের নামপরিচয় কিছু জানা যায়নি। শনিবার চাল্লাঘাট্টা থেকে তিনি মেট্রোয় উঠেছিলেন। কেঙ্গারি স্টেশনে নেমেও পড়েন তিনি। তাঁর হাবভাব দেখে মেট্রো স্টেশনের কর্মীদের কোনও সন্দেহ হয়নি। মেট্রো স্টেশনেও খুব স্বাভাবিক ভাবেই ওঠানামা করেছিলেন ওই তরুণ।
Begging inside the Namma Metro has sparked widespread outrage among Bengaluru commuters, with many expressing frustration over the disruption to their travel experience. Some have sarcastically labeled the metro "Bengaluru Express Lite," comparing it to long-distance trains where… pic.twitter.com/16t2e3pqHe
— Karnataka Portfolio (@karnatakaportf) December 14, 2024
মেট্রোর ভিতর তিনি যে ভিক্ষা করছিলেন, তা ভিডিয়ো দেখে জানতে পারেন বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে তাঁরা খোঁজখবর চালাচ্ছেন বলে জানিয়েছেন। ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। মেট্রোয় যাতায়াতের সময় এই ধরনের পরিস্থিতির মুখে পড়া যে সুখকর নয় তা-ও জানিয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy