সঙ্গীকে একা পেয়ে তার কাছে যেতে চেয়েছিল সিংহ। কিন্তু তাকে দেখেই যে সিংহী এমন তেলেবেগুনে জ্বলে উঠবে তা কি আর পশুরাজ জানত! সিংহ যেন কাছে না আসতে পারে তাই তার মুখে থাবা বসিয়ে দিল সিংহী। করে উঠল ভয়ানক গর্জনও। সিংহীকে দেখে ভয়ে সিঁটিয়ে গেল ‘বনের রাজা’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘টু_ওয়াইল্ডপ্রোডাকশন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার মাদিকওয়ে রিজার্ভে ঘটেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহের মুখে জোরে থাবা বসিয়ে দিয়েছে এক সিংহী। নখের আঁচড় খেয়ে আর টাল সামলাতে পারেনি সিংহ। সঙ্গে সঙ্গে সিংহীর থাবা মুখ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু সিংহী তো শান্ত হওয়ার নয়।
গর্জন করতে করতে সিংহের দিকে এগিয়ে যাচ্ছে সে। সামনের দুই পা তুলে সিংহকে মারতে উদ্যত হয়ে পড়েছে সিংহীটি। সিংহীর রুদ্ররূপ দেখে ভয়ে গুটিসুটি মেরে পিছিয়ে যায় সিংহ। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহী মনে হয় সিংহটিকে একদমই পছন্দ করে না। তাই তাকে দেখেই রেগে গিয়েছে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘জঙ্গল সাফারি করতে গিয়ে এমন দৃশ্য দেখতে খুব ইচ্ছা করে।’’